আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৬৫৬০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আলাইকুম, আমি এবার দশম শ্রেণীতে আর আমার বয়স ১৬ , আল্ হামদু লিল্লাহ , আমি ২ বছর যাবৎ দীন প্রাকটিস করতে চেষ্টা করছি, শুরুরদিকে অনেক strict ছিলাম নিজের দীন নিয়ে, কিন্তু কিছু incident last year আমাকে অনেক বাজে ভাবে change করে দেয়, আমি গান শুনা শুরু করি, মাহরাম মেইনটেইন করতে পারছিলাম না, কিয়ামুল লাইল এর সংখ্যা কমতে কমতে শূন্যের কাছাকাছি...
আমি যে একেবারে গা ভাসিয়ে দিয়েছি , তা নয়। আমি নিজের অবস্থার জন্যে লজ্জিত এবং অনুতপ্ত। কিন্তু আমি চাইলেও এই গুনাহ্ গুলো থেকে বের হয়ে আসতে পারছি না। এইসব নিয়ে এতবেশি stressed , যে আমার anxiety শুরু হয়, প্যানিক অ্যাটাক আসতে থাকে...
আমি জানি না এইটা পরীক্ষা নাকি শাস্তি...
তবে খুব hard লাগে, আমি অনেক চেষ্টা করেছি গুনাহ্ ছাড়ার, নামাজে শান্তি খুঁজার, কিন্তু হয়তো এই গুনাহ্ গুলোর জন্যে অন্তরের সকিনা আসছে না...

আমি এখন কি করবো?
যে ঘুমায় তাকে তো জাগানো যায়, কিন্তু যে ভান করছে ...

সে কি করবে ??
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৭ জুন, ২০২১
চট্টগ্রাম
#৬৫২৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহু
প্রিয় হুজুর,
আমি সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও দেখেছি।সেখানে দেখানো হয়েছিল,মহানবি হযরত মুহাম্মদ (স) যখন সপ্তম আকাশে উঠলেন তখন তিনি হযরত ইবরাহীম (আ) কে বিশ্রাম নিতে দেখলেন।তিনি যেখানে বিশ্রাম নিচ্ছিলেন সেটি ছিল বায়তুল মা'মুর মসজিদ।সেখানে দিনে একবার মাত্র ৭০,০০০ ফেরেস্তা নামাজ পড়তেন।সেটি কাবা ঘরের একদম উপরে।আর যখন তিনি অষ্টম আকাশে যাচ্ছিলেন তখন তিনি মালিক নামে একজন ফেরেস্তা কে দেখলেন।তার মুখ হাসিতে ছিলনা।তিনি ছিলেন জাহান্নামের পাহারাদার।আপনি একটু এই বায়তুল মা'মুর মসজিদ ও মালিক ফেরেস্তা সম্পর্কে কিছু জানান।আমি আপনাকে সম্পুর্ন ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি


https://youtu.be/PX3rx_iPABU

ভালো থাকবেন
আসসালামু আলাইকুম
তামজিদ বিন মাহমুদ
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৫ জুন, ২০২১
চট্টগ্রাম
#৬৪৮২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম আমি আমার ফেসবুক একাউন্টে কুরআন ক্লাস শেয়ার করে সবাইকে দাওয়াত দিই।একদা এক যুবক আমাকে মেসেজ করে আসসালামুয়আলাইকুম লিখে। আমি প্রথমে তার রিপ্লাই দিতে চাইনি। পরে দিলাম তাকে আমি সব তথ্য দিলাম ক্লাসের।
তারপর একপর্যায়ে সে আমাকে জিজ্ঞেস করে আমি কোন ক্লাসে পড়ি? আমি তাকে বলতে চাইনি আমি তাকে বারসিসার গল্পের ইউটিউব লিংক দিয়ে বলি কোন মেয়ের সাথে যেন এভাবে করে কথা না বলে মেয়েরা অত্যন্ত ভয়ঙ্কর হয়। এভাবে আমি এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। তারপর হঠাৎ আরেকদিন আমাকে মেসেজ দেয়। রিপ্লাই দিতে চাইনি তারপরও হঠাৎ কেন জানি রিপ্লাই দিলাম। সে আমাকে আবার কিসে পড়ি জিজ্ঞেস করলে আমি তাকে তা বলে দিলাম এবং আবার আরেক দিন আমাকে ম্যাসেজ দেয়। আমাকে বলে বন্ধুত্ব করার জন্য। আমি তার প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। কিন্তু আমি জানতে চাই এই যে এত কথা বলার কারনে কি আমার গুনা হয়েছে? গুনাহ হলে সেটা থেকে আমি পানাহ কিভাবে চাইবো?। হলে কতো বেশি গুনাহ হয়েছে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৩ জুন, ২০২১
ঢাকা
#৬৩৯৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুআলাইকুম
১,আমাদের ৫ ওয়াক্ত সালাত এ ৩ ওয়াক্ত সালাত এ কেরাত উচ্চস্বরে বলা হয়,এবং ২ ওয়াক্ত মনে মনে.এটা কেন করা হয়? সঠিক বিশ্লেষণ জানতে চাই,
২,আমি গান শুনা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ। কিন্তু আমার রুমমেট গান সিনেমা দেখে এবং শুনে আমি বারণ করলে সাময়িক কিছু সময় অফ করে,আমর প্রশ্ন হচ্ছে আমি ত শুনতে চাইনা আমার কানে চলে আসে সেক্ষেত্রে কী আমি গুনাহগার হব?
৩,রোজা অবস্থা, ওযুর সময় যখন আমি মুখে বা নাকে পানি দেই মুখের কুলি করা অবশিষ্ট পানি যদি অনিচ্ছুক ভিতরে চলে যায়,তাহলে কী রোজা সমস্যা হবে?
আশা করি উওরগুলো রিপলে পাবো।ধন্যবাদ
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১ জুন, ২০২১
ঢাকা
#৬৩২৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম কেমন আছেন হুজুর আপনি ?
আমার এক বড় ভাই আমাকে প্রশ্নটিই করেছিল যে রোজা অবস্থায় সে নাকি তার গার্লফ্রেন্ড টেকে চুমু খেয়েছে চুমু খাওয়ার দ্বারা কি রোজা নষ্ট হয়ে যাবে ?


আর এক আত্মীয় আমার কাছে একটা প্রশ্ন করেছিলো।
সেটা হলো যে তার কিছু ফরজ রোজা ছুটে গেছে এখন সে বলল তার মনে হচ্ছে যে নফল রোজা রাখে এখন তার প্রশ্নটা হলো এটাই যে সে কি ফরজ রোজা গুলা করে নিবে নাকি নফল রোজা করতে পারবে ফরজএ রোজার আগেই ।


আর একটা বিষয় আমার একটু খটকা রয়েছে এটা একটু সমাধান দিলে অনেক ভালো হবে সেটা হলো যে আমি একটা বই দেখলাম মানে স্বামী স্ত্রী তালাক বিষয়ের এখানে দেখা গেল যে যদি স্ত্রীকে তালাক দেওয়া হয় তখন কি তার স্বামী স্ত্রীকে যে মোহরানা দিয়েছিল সেগুলো কি স্বামী ফেরত পাবে?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৭ জুন, ২০২১
হাকিমপুর