আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিয়ের নাম করে যথেচ্ছা পাত্রী দেখা!

প্রশ্নঃ ৬৪০৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্নটি হচ্ছে কেউ কি বিয়ে করার নাম নিয়ে যতো ইচ্ছে ততো মেয়ে দেখতে পারবে।যদিওবা ওই মেয়ে গুলো তার জন্য গাইরে মাহরাম ছিলো। কিন্তু শুধু বিয়ে করার আজুহাতে সে কি যত মন চায় ততোই মেয়ে দেখতে পারবে।

৬ জুন, ২০২৪
পূর্বধলা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বিয়ে করার জন্য সর্বপ্রথম মেয়ের চারটে বিষয়ে খোঁজখবর নিবে।
বংশীয় অবস্থা,
রূপ গুণ,
আর্থিক সঙ্গতি,
দ্বীনদারী।
সব বিষয়ে জানাশোনার পর বিবাহের সিদ্ধান্ত পাকাপোক্ত হলে বিবাহের পূর্বে এক দৃষ্টি দেখে নেয়ার জন্য অনুমতি দেয়া হয়েছে।
এই অনুমতিকে পুঁজি করে শুরুতেই মেয়ে দেখা, এরপর অন্যান্য বিষয়ে খোঁজ-খবর নেয়া, একটি ভূল পদ্ধতি।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ بْنِ أَبِي رِزْمَةَ، قَالَ: حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ، قَالَ: حَدَّثَنَا عَاصِمٌ، عَنْ بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ الْمُزَنِيِّ، عَنْ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ، قَالَ: خَطَبْتُ امْرَأَةً عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَظَرْتَ إِلَيْهَا؟» قُلْتُ: لَا، قَالَ: «فَانْظُرْ إِلَيْهَا، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ يُؤْدَمَ بَيْنَكُمَا»

মুগীরা ইব্‌ন শু’বা রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেনঃ রাসূলুলাহ্‌ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-এর সময় আমি এক নারীকে বিবাহ করার পয়গাম দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বললেনঃ তুমি তাকে দেখে নাও। কেননা, এতে তোমাদের মধ্যে (ভালবাসার) সম্পর্ক রচিত হবে।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৩২৩৫

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন