আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬৫০৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম। আমি সম্পুর্ন পর্দা করে চলি। নিজ এলাকা থেকে দূরে থাকা,মানুষ জনের সামনে কম যাওয়া, আরও নানান কারনে আমার তেমন বিবাহের প্রস্তাব আসে না।আর আসলেও আমি পাত্রের পরিবারের পুরুষদের দেখা দিবনা বললে, কেউ আর দেখতে আসে।আমার কারনে বিয়ে না হওয়া,প্রস্তাব না আসা এসব নিয়ে আমার অনেক কথা শুনতে।বিয়ের জন্যে আমার কাছে মুখ দেখা যায় এমন ছবি চায়।এমন অবস্থায় কি ছবি দেয়া জায়েজ হবে যেখানে আমি জানি অনেক পুরুষ তা দেখবে??

৪ জুন, ২০২১
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






পর্দানশীন নারীর পক্ষে তার কাছের দূরের আত্মীয়-স্বজন প্রথমত ছেলেপক্ষকে মৌখিক বর্ণনার মাধ্যমে পাত্রীর রূপ গুণ সম্পর্কে ধারণা দেবে। এই ধারণার ভিত্তিতে ছেলে পক্ষের নির্ভরশীলা অভিজ্ঞ নারীরা পাত্রী দেখতে আসবে। তারা পাত্রী দেখে পছন্দ করলে বিবাহের কথাবার্তা এগিয়ে নেবে। দ্বিপাক্ষিক কথাবার্তার মাধ্যমে বিবাহের বিষয়ে পাকাপোক্ত হয়ে যাওয়ার পর বিবাহের আগে শুধুমাত্র বর কনেকে দেখে নেবে। একনজর শুধুমাত্র চেহারা দেখে নেবে। এই হলো ইসলামের বিধান।

সমাজে রয়েছে সম্পূর্ণ তার উল্টো চিত্র।
প্রথমেই ছেলে পক্ষের অনেক পুরুষ মিলে পাত্রী দেখে। যেভাবে গরু হাটে গরু দেখা হয়। এগুলো সম্পূর্ণ হিন্দুয়ানী প্রথা। মুসলিম পরিবারের সাথে যা কোনভাবেই মানানসই নয়।
চেহারার ছবি বিশেষ প্রয়োজনে দেয়া যাবে। কিন্তু এই ছবি যেকেউ দেখা থেকে কিভাবে বারণ করবেন?
আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। প্রতিদিন সালাতুল হাজত পড়ে পড়ে আল্লাহ তায়ালার কাছে কায়মনোবাক্যে উত্তম সঙ্গীর জন্য দোয়া করুন। তিনি অবশ্যই আপনার দোয়া কবুল করবেন। মাঝে মাঝে নফল রোযা রেখেও দোয়া করবেন। রোযা অবস্থায় ইফতারের পূর্ব মূহুর্তে অবশ্যই দোয়া কবুল হয়।

তাহাজ্জুদের সময় উঠে দু রাকাত তাহাজ্জুদ পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। পাঁচ ওয়াক্ত ফরয নামাযের পর দোয়া করুন। এই দুইটি দোয়া ফেরত দেয়া হয় না।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন