আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৫৭৩৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, #আসসালামু আলাইকুম____________#প্রশ্ন: আমরা You Tube , Facebook এ বিভিন্ন সময় গানের ভিডিও দেখতে পাই। কিংবা You Tube এ এমন কিছু ভিডিও থাকে যেগুলোর ব্যাকগ্রাউন্ডে মিউজিক দেওয়া থাকে । এই সমস্ত ভিডিওতে লাইক দেওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা কি তা জানতে চাই ।

৩০ এপ্রিল, ২০২১
সাভার

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




অন্যায় করা, অন্যায়ের সমর্থন করা, অন্যায়কে ভালো লাগা সবই অন্যয়ের শামিল।
মিউজিক গান-বাদ্য ইত্যাদিকে লাইক দেওয়ার অর্থ হলো আপনি এগুলোকে পছন্দ করেন এবং এই লাইক দেওয়ার মাধ্যমে তাদের সহযোগিতা করেন।
অথচ কুরআন বলছে-

یٰۤاَیُّہَا الَّذِیۡنَ اٰمَنُوۡا لَا تُحِلُّوۡا شَعَآئِرَ اللّٰہِ وَلَا الشَّہۡرَ الۡحَرَامَ وَلَا الۡہَدۡیَ وَلَا الۡقَلَآئِدَ وَلَاۤ آٰمِّیۡنَ الۡبَیۡتَ الۡحَرَامَ یَبۡتَغُوۡنَ فَضۡلًا مِّنۡ رَّبِّہِمۡ وَرِضۡوَانًا ؕ وَاِذَا حَلَلۡتُمۡ فَاصۡطَادُوۡا ؕ وَلَا یَجۡرِمَنَّکُمۡ شَنَاٰنُ قَوۡمٍ اَنۡ صَدُّوۡکُمۡ عَنِ الۡمَسۡجِدِ الۡحَرَامِ اَنۡ تَعۡتَدُوۡا ۘ وَتَعَاوَنُوۡا عَلَی الۡبِرِّ وَالتَّقۡوٰی ۪ وَلَا تَعَاوَنُوۡا عَلَی الۡاِثۡمِ وَالۡعُدۡوَانِ ۪ وَاتَّقُوا اللّٰہَ ؕ اِنَّ اللّٰہَ شَدِیۡدُ الۡعِقَابِ

হে মু’মিনগণ! আল্লাহ্ র নিদর্শনের, পবিত্র মাসের, কুরবানীর জন্যে কা‘বায় প্রেরিত পশুর, গলায় পরান চিহ্নবিশিষ্ট পশুর এবং নিজ প্রতিপালকের অনুগ্রহ ও সন্তোষ লাভের আশায় পবিত্র গৃহ অভিমুখে যাত্রীদের পবিত্রতার অবমাননা করবে না। যখন তোমরা ইহরাম মুক্ত হবে তখন শিকার করতে পার। তোমাদেরকে মস্জিদুল হারামে প্রবেশে বাধা দেওয়ার কারণে কোন সম্প্রদায়ের প্রতি বিদ্বেষ তোমাদেরকে যেন কখনই সীমালংঘনে প্ররোচিত না করে। সৎকর্ম ও তাক্ওয়ায় তোমরা পরস্পর সহযোগিতা করবে এবং পাপ ও সীমালংঘনে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহ্কে ভয় করবে। নিশ্চয়ই আল্লাহ্ শাস্তিদানে কঠোর।
—আল মায়িদাহ - ২

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন