আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪৭৮৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম ওয়ারহমাতুল্লাহ কেমন আছেনএক ব্যক্তির মেয়ে যেনা করার পর বাচ্চা হইছে তার কোন বিচার হয়নি এখন ঐ পরিবারের খাবার খাওয়া যাবে কিনা ?

১৮ ফেব্রুয়ারী, ২০২১
শরণখোলা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


وعلیکم السلام ورحمة الله وبركاته

দেশে কুরআনুল কারীমের শাসন ও খিলাফত ব্যবস্থা না থাকায় জিনার বাস্তবিক বিচার সম্ভব নয়। তদুপরি এই অন্যায়ের সাধ্যানুযায়ী বিচার ও এর প্রতি অসহযোগ ও অসমর্থন সকলের জন্যই জরুরি। পরিবারের সদস্যগণ যদি তা কার্যকর করে থাকেন তবে এই পরিবারের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে এবং তাদের ঘরে খাবার গ্রহণ করতে অসুবিধে নেই।
আর যদি তারা এই বিষয়টিকে অবহেলা সঙ্গে বিবেচনায় নেন এবং তাদের সাধ্যানুযায়ী এর বিচার না করে থাকেন, এই অন্যায়কে প্রশ্রয় দিয়ে থাকেন, তবে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা জরুরী।

أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ قَالَ: قَالَ أَبُو سَعِيدٍ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَنْ رَأَى مُنْكَرًا فَلْيُغَيِّرْهُ بِيَدِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِلِسَانِهِ، فَإِنْ لَمْ يَسْتَطِعْ فَبِقَلْبِهِ، وَذَلِكَ أَضْعَفُ الْإِيمَانِ»

আবূ সাঈদ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম-কে বলতে শুনেছিঃ যখন তোমাদের কেউ কোন অপকর্ম দেখতে পায়, তখন সে যেন তা নিজ হাতে প্রতিহত করে, যদি ততটুকু শক্তি তার না থাকে, তবে সে যেন মুখে তা দূর করতে তৎপর হয়, যদি এই শক্তিও তার না থাকে, তবে সে যেন উক্ত মন্দ কাজকে মনে মনে ঘৃণা করে। আর এ হলো ঈমানের নিম্নতম পর্যায়।
সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৫০০৮

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন