আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

বিশ্বের যেসব স্কলারগণ দাড়ি রাখে না তাদের ব্যাপারে কি বলবেন?

প্রশ্নঃ ৫০২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাড়ি রাখার বিষয়ে মাসআলা কী? বিশ্বের অনেক দেশের আলেমরাও দাড়ি রাখে না তাদের ব্যাপারে কিছু বলুল, তারা কোন মাসআলার উপর ভিক্তি করে দাড়ি রাখে না টা জানতে চাই।আল্লাহ্ আমাদের সবাই কে হেদায়েত দান করুক। আমিন

৬ জুন, ২০২৪
Rangpur

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


দাড়ি ন্যূনতম এক মুষ্টি পর্যন্ত লম্বা রাখা ওয়াজিব। এক মুষ্টির নিচে দাড়ি কাটলে গুনাহ হবে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন:

حَدَّثَنِي مُحَمَّدٌ، أَخْبَرَنَا عَبْدَةُ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ ـ رضى الله عنهما ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ "‏ انْهَكُوا الشَّوَارِبَ، وَأَعْفُوا اللِّحَى ‏"‏‏.‏

ইবনু ‘উমার রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিতঃ:
তিনি বলেন, রসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ তোমরা গোঁফ অধিক ছোট করবে এবং দাড়ি ছেড়ে দিবে (বড় রাখবে)।
সহিহ বুখারী, হাদিস নং ৫৮৯৩

বিশ্বের বুকে যারা জেনেশুনে ইসলামের এই বিধানকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে। তারা কেন জেনেশুনে এই হুকুম লংঘন করছে, তাদের জবাব তারা দেবে।
আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পাপাচার থেকে হিফাযত করুন।
আল্লাহ তাআলা তার সন্তুষ্টি আমাদের সকলকে নসীব করুন। আমিন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন