আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৮৭২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ,আশা করি আল্লাহ্ পাকের অশেষ রহমতে ভালো আছেন? শায়েখ আমি হাস্পাতালে কর্মরত একজন অ্যাসিস্ট্যাণ্ট মেডিকেল অফিসার।আমার ডিউটি ১২ ঘন্টা।তাই আমার যখন ডে ডিউটি পরে আমি যোহর,আসর,মাগরিব এবং এশা এর নামায গুলা পাই। তো এতে এমন হয় যে,আমি নামায পড়ে দোয়া,জিকির আজকর এছাঁড়াও আমল কিছু করতে আমার ভালোই সময় ব্যায় হয়।এতে করে আমাকে প্রশ্নের সম্মুক্ষীন হতে হয়,আমার ইমিডিয়েট মেডিকেল অফিসার আমাকে লজিক দেয় এমন যে,আমার জব আমার ফার্স্ট প্রায়রিটি।দোয়া,জিকির এর থেকে জব টা আগে,তবে আল্লাহ্ এর কসম খেয়ে বলছি,আমি ডিউটি ফাঁকি দেওয়ার জন্য দোয়া পড়িনা।যাই হোক,শায়েখ আমার প্রশ্ন আমার আসলে কি করা উচিৎ,যে কাজ এ আমার আল্লাহ্ খুশী হবেন???
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৭ সেপ্টেম্বর, ২০২১
ফেনী
#৮৩৬৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমি একজন শিক্ষার্থী। কিছুদিন আগে (গত বছর / কয়েক বছর আগে ধর্মবিরোধী কথা বলে বিতর্কিত হয়ে এমন একজন শিক্ষকের শিক্ষাপ্রতিষ্ঠানের) একটি অনলাইন কোর্সে ভর্তি হয়েছি। আমি ভেবেছিলাম যে, এমন ধারণা শুধু ওই শিক্ষকের। তাই আমি ভর্তি হয়েছি। কিন্তু আজকে প্রথম ক্লাস করার সময় তাদের চরম ইসলামবিরোধী মানসিকতার কিছুটা পরিচয় পেলাম। বোঝাই যাচ্ছে, তাদের ট্রেইনিং দেওয়ার সময় আলাদা কিছু বলা হয়েছে খুব সম্ভবত। যেহেতু, সমাজ পরানো হচ্ছিল, তাই রাজনীতি নিয়েও কথা বল্লেন শিক্ষক। তিনি বল্লেন,বর্তমান কাবুল সরকার সন্ত্রাসী এবং রাজনীতিতে ধর্ম নিয়ে আসা উচিৎ নয়। কিন্তু আমি জানি যে, আল্লাহ রাষ্ট্রপ্রধানদের ইসলামী শাসনব্যবস্থা কায়েম করতে বলেছেন। আমার প্রশ্ন হলো, আমার কি এই প্রতিষ্ঠান থেকে সুবিধা নেওয়া উচিৎ হবে? গুনাহ হবে কি যদি আমি যেকোনো সুবিধা নিই?
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৩০ আগস্ট, ২০২১
ঢাকা
#৬৫২৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওবারাকাতুহু
প্রিয় হুজুর,
আমি সম্প্রতি ইউটিউবে একটি ভিডিও দেখেছি।সেখানে দেখানো হয়েছিল,মহানবি হযরত মুহাম্মদ (স) যখন সপ্তম আকাশে উঠলেন তখন তিনি হযরত ইবরাহীম (আ) কে বিশ্রাম নিতে দেখলেন।তিনি যেখানে বিশ্রাম নিচ্ছিলেন সেটি ছিল বায়তুল মা'মুর মসজিদ।সেখানে দিনে একবার মাত্র ৭০,০০০ ফেরেস্তা নামাজ পড়তেন।সেটি কাবা ঘরের একদম উপরে।আর যখন তিনি অষ্টম আকাশে যাচ্ছিলেন তখন তিনি মালিক নামে একজন ফেরেস্তা কে দেখলেন।তার মুখ হাসিতে ছিলনা।তিনি ছিলেন জাহান্নামের পাহারাদার।আপনি একটু এই বায়তুল মা'মুর মসজিদ ও মালিক ফেরেস্তা সম্পর্কে কিছু জানান।আমি আপনাকে সম্পুর্ন ভিডিও লিঙ্ক নিচে দিয়ে দিচ্ছি


https://youtu.be/PX3rx_iPABU

ভালো থাকবেন
আসসালামু আলাইকুম
তামজিদ বিন মাহমুদ
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৫ জুন, ২০২১
চট্টগ্রাম
#৪১২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আস্সালামু আ,লইকুম ওয় রহ্ মাতুল্লাহি ওয়াবারাকাতুহু ....... জাযাকাল্লাহ খাইর ।
১. কোরআন এ্যাপ থেকে পড়লে যেই সাওয়াব কোরআন শরীফ থেকে পড়লে কি একই সাওয়াব ???
২. ওজু করে আগুনের রান্না করা খাবার খেলে কি ওজুর কোন সমস্যা হয় বা আবার ওজু করতে হবে ??? ,
৩. সকাল বেলা কোরআন শরীফ পাঠের সময়, কোরআন শরীফের কোন সূরা পাঠ করা বেশি বরকতময় ???
৪. সুবাহানাল্লি ওয়া বিহামদিহি ওয়া সুবাহানাল্লাহিল আ,উযীম এর অর্থ কী ???
৫. কাদের নাম শুনলে রহমাতুল্লি আ,লাইহি এবং কাদের নাম শুনলে রাহিমাহুল্লাহ বলতে হয় ???
৬. একটি দোয়া নিয়ে আমার একটু সমস্যা , আল্লাহুম্মা ইন্নিআসআলুকাল জান্নাতা ওয়া আ,উযুবিকা মিনান্নার নাকি আল্লাহুম্মা ইন্নিআসআলুকাল জান্নাতা ওয়া না,উযুবিকা মিনান্নার ???
৭. চিরাতল্লাজিনা আনআ,মতা আ,লাইহিম এর অর্থ কী ???
৮. আসলে আরবি শেখা নিয়ে আমি এই নিয়ে ২-৩ বার প্রশ্ন করেছি কিন্তু আশানুরূপ উত্তর পাইনি , আসলে আমি জানতে চাচ্ছি আমাকে সম্ভব হলে এরকম একটা বইয়ের নাম বলুন যাতে আমি কারোর তত্বাবধানে বাড়িতে থেকে আরবি অর্থ সহ ইনশাআল্লাহ শিখতে পারি ।
৯. গাইরিল মাগধুবি আ,লাইহিম ওয়ালাদ্দল্লিন এর অর্থ কি ???
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৫ জানুয়ারী, ২০২১
ঢাকা