আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৩৪১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম হুজুর, আচ্ছা তালেবান কি কোনো ইসলামিক দল নাকি তারা খারেজি? জানালে উপকৃত হবো ইনশাআল্লাহ।

৩০ আগস্ট, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


ওয়ালাইকুমুস সালাম
কোন মুসলমানকে খারেজি-রাফেজী বা অন্য কোন ফিরকার দিকে নিসবত করতে হলে বা তার সম্পর্কে কোন তোহমত লাগাতে হলে অবশ্যই তার সুস্পষ্ট প্রমাণ প্রয়োজন। তালেবান সম্পর্কে এরকম কোন সুস্পষ্ট প্রমাণ পাওয়ার আগ পর্যন্ত তাদেরকে খারেজি বা অন্য কোনো বাতেল ফেরকা বলার কোন সুযোগ নেই। বরং বাহ্যত দৃষ্টিতে মনে হচ্ছে বর্তমান বিশ্বে তারাই সঠিক ‍মুমিন-মুসলমান। দ্বীন কায়েমের জন্য যারা নিজের জান-মাল সর্বস্ব বিলিয়ে দিচ্ছেন। অপরদিকে তাদেরকে যারা খারেজী-আদনানী বলে সমাজে প্রচার করছে, খোঁজ নিলে দেখা যায় তারা অধিকাংশই স্বার্থান্বেষী, লোভী, ঈমান বিক্রেতা এবং তাগুতের চাটুকার। যারা সমাজে হক কথাটুকু বলতে ভয় পায়। সুতরাং এহেন লোকদের মুখ থেকে তালেবানদের বিরুদ্ধে বিরূপ মন্তব্য শুনে তাদের প্রতি খারাপ ধারণা করা কখনোই ঠিক হবে না। তবে হা, তাদের থেকে যদি সুস্পষ্ট কোনো অনৈসলামিক কাজ প্রকাশ পায়, তাহলে সেটা ভিন্ন বিষয়। তবে সেখানেও খেয়াল রাখতে হবে যে, তাদের সম্পর্কে আমাদেরকে যারা খবর পৌঁছাচ্ছে তারা কি সঠিক পৌঁছাচ্ছে? নাকি তাদের সম্পর্কে আমাদের মাঝে মিথ্যা প্রোপাগান্ডা চালাচ্ছে?
আল্লাহ তা’আলা আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করুন।
(সূরা হুজুরাত, আয়াত-১২, তাফসীরে মা’রেফুল কোরআর-৮/১২৯পৃঃ)

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন