আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

সেক্সটয়ের সাথে সহবাস করা কি জায়েজ?

প্রশ্নঃ ৬৫৬৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু অলাইকুম ওয়া রাহমাতুল্লাহ -যেনা থেকে বাঁচার জন্য পুতুল সেক্সটয়ের সাথে সহবাস করা কি জায়েজ? যদি উত্তর টা একটু বলতেন

১৮ ডিসেম্বর, ২০২৩
নরসিংদী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


স্ত্রী ও ক্রিতদাসী ছাড়া অন্য কারো সাথে সেক্স করার কোনই সুযোগ নেই।
সেক্সটয় এর সাথে সেক্স করা সম্পূর্ণ হারাম।
পবিত্র কুরআনুল কারীমের বর্ণনা শুনুন :
وَالَّذِیۡنَ ہُمۡ لِفُرُوۡجِہِمۡ حٰفِظُوۡنَ ۙ
এবং যারা নিজেদের লজ্জাস্থানকে (সকলের থেকে) হেফাজত করে,
—আল মাআরিজ - ২৯

اِلَّا عَلٰۤی اَزۡوَاجِہِمۡ اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُہُمۡ فَاِنَّہُمۡ غَیۡرُ مَلُوۡمِیۡنَ ۚ
তাদের স্ত্রী ও তাদের মালিকানাভুক্ত দাসীদের ছাড়া। কেননা এসব লােক নিন্দনীয় নয়।
—আল মাআরিজ - ৩০

فَمَنِ ابۡتَغٰی وَرَآءَ ذٰلِکَ فَاُولٰٓئِکَ ہُمُ الۡعٰدُوۡنَ ۚ
তবে কেউ তার বাইরে অন্য কিছু কামনা করলে, তারা হবে সীমালংঘনকারী। ৯
—আল মাআরিজ - ৩১

তাফসীরঃ
৯. অর্থাৎ স্ত্রী ও দাসী ছাড়া অন্য কোনভাবে যৌন চাহিদা মেটানাে জায়েয নয়। কাজেই যারা সে রকম কিছু করে তারা বৈধতার সীমা লংঘনকারী।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন