প্রশ্নঃ ৮৭২৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ,আশা করি আল্লাহ্ পাকের অশেষ রহমতে ভালো আছেন? শায়েখ আমি হাস্পাতালে কর্মরত একজন অ্যাসিস্ট্যাণ্ট মেডিকেল অফিসার।আমার ডিউটি ১২ ঘন্টা।তাই আমার যখন ডে ডিউটি পরে আমি যোহর,আসর,মাগরিব এবং এশা এর নামায গুলা পাই। তো এতে এমন হয় যে,আমি নামায পড়ে দোয়া,জিকির আজকর এছাঁড়াও আমল কিছু করতে আমার ভালোই সময় ব্যায় হয়।এতে করে আমাকে প্রশ্নের সম্মুক্ষীন হতে হয়,আমার ইমিডিয়েট মেডিকেল অফিসার আমাকে লজিক দেয় এমন যে,আমার জব আমার ফার্স্ট প্রায়রিটি।দোয়া,জিকির এর থেকে জব টা আগে,তবে আল্লাহ্ এর কসম খেয়ে বলছি,আমি ডিউটি ফাঁকি দেওয়ার জন্য দোয়া পড়িনা।যাই হোক,শায়েখ আমার প্রশ্ন আমার আসলে কি করা উচিৎ,যে কাজ এ আমার আল্লাহ্ খুশী হবেন???
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ওয়ালাইকুস সালাম,
দোয়া,জিকির-আজকার এগুলো মৌখিক ইবাদত, আপনি মসজিদে বসেই এগুলো আদায় করতে হবে তা জরুরী নয়, বরং দাঁড়িয়ে-বসে, হাটা-চলাসহ সর্বাবস্থায় আপনি দোয়া, জিকির-আজকার গুলো আদায় করতে পারেন, তাই নামাজ আদায়ের পর মসজিদে বসে জিকির-আজকার আদায়ের ক্ষেত্রে যদি আপনি প্রশ্নের সম্মুখীন হতে হয়, তাহলে আপনি নামাজ আদায় করে মসজিদ থেকে আসার পথে এবং ডিউটিতে যোগ দেয়ার পরও মনে মনে দোয়া-ইস্তেগফার, জিকির-আজকার গুলো আদায় করতে পারেন। এগুলো আপনাকে মসজিদে বসে আদায় করতে হবে বিষয়টা এমন নয়, বরং আপনি ডিউটিতে থাকা অবস্থায়ও মনে মনে জিকির করুন, ইস্তেগফার করুন, সুযোগ পেলেই আপনার সহকর্মীদের সাথে দ্বীনী বিষয়, পরকালের বিষয়, কোরআন-হাদিসের বিষয় নিয়ে আলোচনা করুন, এগুলোও আপনার নফল ইবাদতের অন্তর্ভুক্ত হবে।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন