আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৯৩০৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
১/ আমার বাবার কিছু এতায়াতি কলিগ আছে। তারা আব্বুকে উল্টো পালটা বুঝিয়ে মাথা নষ্ট করে দিচ্ছে। আব্বু আমাকে কিছুদিন আগে বলছিল, "রাসুল সঃ ২উসুল দিয়ে গেছেন, আর সাদ পন্থিরাও ২ উসুলের উপর আছে।আর তোমাদের তাবলীগ ৬ উসুলের উপর চলে। এটা সম্পূর্ণ বিদআত।"
সাদ সাহেবের অনেক ভুল ই জানি।
কিন্তু তার প্রধান ভুলগুলো কি কি, জানলে উপকৃত হব।
২/ আব্বু বলেছিল তিনি নাকি জানতে পেরেছেন যে কুরআন হাদিস এ নাকি দাড়ি ১ মুষ্ঠি রাখার ব্যাপারে বলা নাই। মুসলমানকে সুন্দর পরিপাটি থাকতে হবে তাই দাড়ি যেমন রাখলে গুছালো ও পরিপাটি হয় সেভাবে রাখা উচিত। তাই আব্বু দাড়ি সামান্য ছেটে নেয়।এটা কি সুন্নাহ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৮ জুন, ২০২২
হাটহাজারী
#১১২৪৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি পার্বত্য এলাকায় থাকি,পাহাড়ি এলাকা হওয়া সত্তেও এখানে আল্লাহ'র রহমতে মাদ্রাসা,মসজিদ আছে।আবার মৌসুমে ওয়াজ'ও চলে।
কিন্তু বেশিরভাগ পাহাড়ি মানুষেরা ধর্ম/রিসালাত এগুলো তেমন বুঝে না,তারা কাজ নিয়ে ব্যস্ত থাকে।
আযান,ওয়াজ ইত্যাদি শুনলেও এর মহত্ত্ব বুঝতে অক্ষম।কেনাবেচা করতে আসলেও টাকার হিসাব বুঝে না অনেকেই,অনেক ভীতু থাকে।

এক্ষেত্রে তারা কী শরীয়াতে মুকাল্লাফ এবং আল্লাহ দুনিয়াতে বহু নৃ-গোষ্ঠীর অস্তিত্ব রেখেছেন,আমাদের এলাকার চাকমা-মারমারাও কী তাদের দলভুক্ত হবে?
আল্লাহ এমন মানুষদের কেন সৃষ্টি করেন?

২)বুদ্ধ কী কোনো আধ্যাত্বিক কেউ ছিলেন?তার প্রচারিত ধর্ম কী একেশ্বরবাদী?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১০ ডিসেম্বর, ২০২১
ঢাকা
#৮৭২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ,আশা করি আল্লাহ্ পাকের অশেষ রহমতে ভালো আছেন? শায়েখ আমি হাস্পাতালে কর্মরত একজন অ্যাসিস্ট্যাণ্ট মেডিকেল অফিসার।আমার ডিউটি ১২ ঘন্টা।তাই আমার যখন ডে ডিউটি পরে আমি যোহর,আসর,মাগরিব এবং এশা এর নামায গুলা পাই। তো এতে এমন হয় যে,আমি নামায পড়ে দোয়া,জিকির আজকর এছাঁড়াও আমল কিছু করতে আমার ভালোই সময় ব্যায় হয়।এতে করে আমাকে প্রশ্নের সম্মুক্ষীন হতে হয়,আমার ইমিডিয়েট মেডিকেল অফিসার আমাকে লজিক দেয় এমন যে,আমার জব আমার ফার্স্ট প্রায়রিটি।দোয়া,জিকির এর থেকে জব টা আগে,তবে আল্লাহ্ এর কসম খেয়ে বলছি,আমি ডিউটি ফাঁকি দেওয়ার জন্য দোয়া পড়িনা।যাই হোক,শায়েখ আমার প্রশ্ন আমার আসলে কি করা উচিৎ,যে কাজ এ আমার আল্লাহ্ খুশী হবেন???
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৭ সেপ্টেম্বর, ২০২১
ফেনী