আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬৪৯২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ভাই আমি জানতে চাই তাবলীগ এখন দুইটা দলে বিভক্ত এখন ১ জন বলে সাদ প্রন্থি গোমরাহি করে আর ১ জন বলে ওরা গোমরাহি করে কোন এখন কাদের সাথে তবলীগ করবো বুঝতাছি না

৪ জুন, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



তাবলীগের বর্তমানে দুটি দলে বিভক্ত হয়ে যাওয়া অত্যন্ত আফসোসের বিষয়। আক্ষেপের বিষয়। দুইটি উপদলের মধ্যে যার যার দাবি মৌখিকভাবে প্রত্যেকেই করতে পারে। বিভক্তির মূল কারণ সম্পর্কে জানা থাকলে সত্য মিথ্যা উপলব্ধি করা সহজ।
বিভক্তির উতপত্তি হল: ওলামায়ে কেরাম মাওলানা সাআদ সাহেবের বক্তব্যের কিছু বিষয় নিয়ে আপত্তি তুলেছেন। উনার বক্তব্যে নবী রাসূলদের শানে অযাচিত মন্তব্য। বিভিন্ন মাসআলায় নিজস্ব চিন্তাধারার আলোকে ফতোয়া দেয়া এবং নেতৃত্ব নিয়ে টানাহেঁচড়া করা ইত্যাদি বিষয় নিয়েই বিভক্তির উৎপত্তি।
এরপর 2018 সালের পহেলা ডিসেম্বর টঙ্গীর ময়দানে একদল সন্ত্রাসী কায়দায় জমি দখলের সময় লাঠিয়াল বাহিনীর ভূমিকায় অবতীর্ণ হওয়ার মতো অপর পক্ষের উপর চড়াও হয়ে, ওলামায়ে কেরাম, তালিবুল ইলম এবং তাবলীগের দীর্ঘ দিনের পুরনো সাথীদেরকে রক্তাক্ত করল। হাফেজে কুরআনদের মাথায় আঘাত করে দীর্ঘস্থায়ী পঙ্গু করে দিল।
এই সব কর্মকাণ্ডের পর একজন মুসলমানের কাছে হক আর বাতিল বুঝতে আর বাকি থাকার কথা নয়।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন