আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#২৩৬২৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি একজন প্রাইমারি ক্সুল শিক্ষিকা।আমি আমার স্বামীর প্রয়োজনে বেতনের এগেইনষ্টে ৫০০০০০ টাকা লোন করি।বেতন থেকে সুদ সহ কিস্তি কেটে নেয়। সুদের ভয়াবহতা সমন্ধে আমার জ্ঞানের অভাব ছিল।এখন আমার স্বামী মারা গেছে। আমার অন্য কোন উপায় এই মূহূর্তে পাচ্ছি না যে, টাকা জোগার করে পরিশোধ করে তাড়া
তাড়ি সুদ থেকে বাচবো।মাসে মাসে কর্তন করে পরিশোধ হচ্ছে। এছাড়াও কিছু সুদের লোন আমার স্বামীর করা আছে।সেগুলো আল্লার ইচ্ছায় হালাল উপায়ে কিছুকিছু পরিশোধ করার তৌফিক আল্লাহ দিচ্ছেন।এখন আমি পরামর্শ চাচ্ছি, আমার বেতন থেকে যে সুদ সহ টাকা কেটে নিচ্ছে। এভাবে পরিশোধ হওয়া পর্যন্ত চলমান থাকলে রহমানুর রাহীম কি আমাকে ক্ষমা করবেন না?

আমি কি করবো? যদি আমাকে বুঝিয়ে বলতেন!আমি এজন্য খুব পেরেশানিতে আছি।আল্লাহ আমাদের দুনিয়া ও আখিরাতের পথ সহজ করুণ।
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৬ অক্টোবর, ২০২২
টাঙ্গাইল