আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ২৩১৩৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন ঔষধের দোকানদার। আমি অনেক ধরনের ঔষধ বিক্রি করে থাকি।এর মধ্যে কিছু ঔষধ আছে যেগুলো স্ত্রী সহবাস করার ৩-৭দিনের মধ্যে স্ত্রীকে খাওয়ালে বাচ্চা কনসেপ্ট করে না।এই ঔষধ বিক্রি করা কি জায়েজ হবে? জানালে খুব উপকার হবে।

৪ অক্টোবর, ২০২২
Kanchpur

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





আল্লাহ তাআলা সকলের রিজিকের মালিক। সন্তান হলে সেই সন্তানের রিজিকের মালিকও আল্লাহ তাআলা, এই আকীদা রেখে বিশেষ কোনো ওযর যেমন সন্তান গর্ভে ধারণের জন্য স্ত্রীর স্বাস্থ্য উপযুক্ত নেই, কোলে দুধের সন্তান রয়েছে, কাছাকাছি সময়ে হজ্বের সফর আছে, স্ত্রী গৃহহীন জীবন যাপন করছে, কিংবা কোথাও সফরে আছে, স্বামী স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছে না সম্পর্ক টেকসই না হওয়ার সম্ভাবনা এমন ওজরের কারণে জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি গ্রহণ করা জায়েয আছে।
এই ধরনের অবস্থায় জন্ম নিয়ন্ত্রণের অস্থায়ী পদ্ধতি গ্রহণ করতে আইপিল অথবা আপনি যেই ঔষধের কথা উল্লেখ করেছেন সেগুলো সেবন করা লাগতে পারে। বিধায় এই ঔষধের ব্যবসা করা নাজায়েয হবে না ইনশাআল্লাহ।
আল্লাহ মাফ করুক, কেউ যদি এই ঔষধগুলোকে অন্যায় কাজে ব্যবহার করে সেটার জন্য ঐ ব্যক্তি দায়ী হবে।

حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، عَنْ جَابِرٍ، قَالَ كُنَّا نَعْزِلُ عَلَى عَهْدِ النَّبِيِّ صلى الله عليه وسلم.

৪৮৩২। মুসাদ্দাদ (রাহঃ) ... জাবির (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) এর যুগে আমরা ‘আযল’ করতাম।
—সহীহ বুখারী, ইফা নং ৪৮৩২

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন