আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ডেকোরেশন সামগ্রী ভাড়া দেওয়ার বিধান

প্রশ্নঃ ২৪০৬০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, মুহতারাম, আমি একটা বিষয় নিয়ে সীমাহীন পেরেশানিতে আছি। তা হলো আমার বাবা গ্রামের দিকে ডেকোরেশন ব্যবসা করেন। সেক্ষেত্রে বিয়ের অনুষ্ঠানে মালামাল ভাড়া দেন। বিয়ে তো সওয়াবের কাজ। কিন্তু বিয়ের মধ্য বেপর্দা হয়ে খাওয়া দাওয়া করে। আবার দেখা যায় রাতে গায়ে হলুদের অনুষ্ঠান করে। মোট কথা সওয়াব ও গুনাহের কাজ উভয়টিই হয়।এখন গুনাহের কারণে আমাদের ডেকোরেশনের ভাড়ার টাকা হালাল হবে?তবে আমরা গান বাজনা বা ভিডিওর কোন সরঞ্জাম ভাড়া দিয় না। কেননা এসবতো এমনিই পাপ।আমরা গেট, স্টেজ,পেন্ডেল, চেয়ার, টেবিল ও রান্নাবান্না সরঞ্জাম ভাড়া দিই।

২৩ আগস্ট, ২০২৪
Dasgaria - Shahapur - Dattapara Rd

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


বিয়ের অনুষ্ঠানে ডেকোরেশন সামগ্রী ভাড়া দিয়ে উপার্জন হালাল। যারা ভাড়া নিয়ে গোনাহের কাজ করছে তারা তাদের কৃতকর্মের কারণে গোনাহগার হবে। এতে ভাড়াদাতার গোনাহ হবে না। (আলমাউসুআ' আলফিকহিয়্যা আলকুয়েতিয়্যা ৯/২১৫)
الاجرة إنما تكون فى مقابلة العمل (رد المحتار، كتاب الطلاق، باب المهر-4/307)
ليس عينها منكرا وإنما المنكر فى استعماله المحظور، (طحطاوى على الدر المختار-4/196)
وإنما المعصية بفعل المستأجر وهو مختار فيه، فقطع نسبته عنه، (طحطاوى على الدر المختار-4/197)

والله اعلم بالصواب

শাইখ উমায়ের কোব্বাদী সিনিয়র মুহাদ্দিস, মাদরাসা দারুর রাশাদ, মিরপুর খতীব, বাইতুল ফালাহ জামে মসজিদ, মিরপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন