আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ব্যাংকে চাকরি করা যাবে কিনা

প্রশ্নঃ ২৪০৩৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১-শায়েখ ব্যাংকে চাকরি করা কী হারাম?যদি হারাম হয়ে থাকে তাহলে যারা চাকরি করে তাদের বাসা ভাড়া দেওয়া যাবে কী?তারা যদি তাদের বেতনের টাকা দিয়ে কিছু হাদিয়া দেয় বা দাওয়াত দেয় তাহলে কি তা গ্রহণ করা‌ যাবে? তাদের সাথে কোন লেনদেন করা যাবে কী না?২-শায়েখ আমি একজন যুবক। গুনাহ থেকে বাঁচার জন্য কিছু আমল এবং উপায় বলে দিন আর দীন এর উপর পরিপূর্ণ ভাবে চলার জন্য কিছু নসিহত করুন?৩-তাড়াতাড়ি বিয়ে করার জন্য কিছু আমল বলে দিন?৪-জেনারেল লাইনে পড়ে কীভাবে দ্বীনি ইলম অর্জন করতে পারব তা বলে দিন?আল্লাহ্ আপনাদের উত্তম প্রতিদান দিন।

৩০ অক্টোবর, ২০২২
RANGPUR

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সুদি ব্যাংকগুলো সুদী অর্থনীতির উপর প্রতিষ্ঠিত। সুদ আদান-প্রদানই এসব ব্যাংকের মূল ও প্রধান কাজ। বর্তমান পুঁজিবাদী অর্থব্যবস্থায় এসব ব্যাংকই হচ্ছে সুদের প্রচার ও প্রসারের প্রধান মাধ্যম। আর ব্যাংকে কর্তব্যরত ব্যক্তি বিভিন্ন উপায়ে সুদী কারবারের সাথে সরাসরি জড়িত। সুদ দেওয়া-নেওয়া যেমন হারাম তেমনি অন্যের সুদী কারবারে জড়িত (সুদের লেখালেখি করা বা সুদের সাক্ষী) হওয়াও হারাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শুধু সুদদাতা ও গ্রহীতাকে লানত করেননি; বরং এর লেখক (অর্থাৎ সুদের হিসাব-কিতাবকারী) ও সাক্ষীগণকেও অভিসম্পাত করেছেন।
হযরত জাবির রা. বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদ গ্রহণকারী ও সুদ প্রদানকারী এবং সুদের লেখক ও সাক্ষীদ্বয়ের উপর লানত করেছেন। -সহীহ মুসলিম, হাদীস ১৫৯৮

সুতরাং একজন মুসলমানের জন্য প্রচলিত ধারার‌ সুদি ব্যাংকে চাকরি করা এবং এর বেতনাদি ভোগ করা বৈধ নয়।

অবশ্য ব্যাংকে কর্মরত ব্যক্তিকে আপনার বাড়ি ভাড়া দেয়া হারাম নয়। যদিও সে তার চাকুরী থেকে প্রাপ্ত বেতন থেকেই আপনার বাড়ি ভাড়া পরিশোধ করবে। কেননা তার উপার্জন হারাম এই হারাম তার মধ্যেই সীমিত থাকবে।

আব্দুল্লাহ ইবনে মাসউদ রাযি. হতে সহীহ সূত্রে বর্ণিত হয়েছে যে,

أنه سئل عمن له جار يأكل الربا ، ويدعوه إلى طعامه؟ فقال : أجيبوه ؛ فإنما المهنأ لكم ، والوزر عليه

তাঁকে জিজ্ঞেস করা হল, সুদ খায় এমন প্রতিবেশী যদি দাওয়াত দিলে তাতে অংশ গ্রহণ করা যাবে কি না? তিনি বলেন, দাওয়াতে অংশ গ্রহণ কর। এটা তোমাদের জন্য স্বাচ্ছন্দে গ্রহণীয় জিনিস। গুনাহ তার উপর বর্তাবে। (জামেউল উলুম ওয়াল হেকাম ৭১)

(একসঙ্গে একাধিক প্রশ্ন নয়। অবশিষ্ট প্রশ্নগুলো ভিন্ন ভিন্নভাবে লিখতে পারেন)

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন