আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

ভ্রুণের হার্ডবিট শুরু হওয়ার পর গর্ভপাত ঘটানো!

প্রশ্নঃ ১১২৪৫৫. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার খালাতো বোন বয়স ১৪-১৫ বছর। বাবা মা সেপারেশন এ থাকে। মেয়ে বাবার কাছে ছিলো। তার অনিচ্ছায় বিয়ে দেওয়া ও যৌতুক সংক্রান্ত কারনে মেয়ে তার স্বামী কে অপছন্দ করে। এখন মেয়ে পালিয়ে মায়ের কাছে চলে আসছে। ২ মাস পর মা বুঝতে পারে মেয়ে ৫ মাসের অন্তঃসত্ত্বা এখন মেয়ের স্বামী (অস্বীকার) ও বাবা কেও তাকে ফেরত নিতে চান না। এই পরিস্থিতিতে কি মেয়েটি বাচ্চা নষ্ট করলে তার গোনাহ হবে? আইনি কেস করতে চান না মা। কারন এটা সময় সাপেক্ষ ততোদিনে বাচ্চা পৃথিবীতে আসলে তাকে কি পরিচয়ে বড় করবে?

২৭ জুলাই, ২০২৫

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


সম্মানিত প্রশ্নকারী!
যেহেতু মেয়ে এখনো বিবাহিত। এবং বিবাহিত অবস্থায়ই সে অন্তঃসত্ত্বা হয়েছে তাই ওই সন্তান তার স্বামীরই। স্বামী এই সন্তানের পিতৃত্ব অস্বীকার করার কোনো সুযোগ নেই। কেননা হাদিস শরীফে আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত আছে যে, -
أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " الْوَلَدُ لِلْفِرَاشِ وَلِلْعَاهِرِ الْحَجَرُ .
রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ বিছানা যার সন্তান তার আর ব্যভিচারীর জন্য রয়েছে পাথর (এর শাস্তি)।
- সহীহ মুসলিম: হাদীস নং: ৩৪৮৪
এখানে বিছানা বলতে স্ত্রীকে বুঝানো হয়েছে। অর্থাৎ স্ত্রী যার সন্তানও তার। কাজেই যদি সে অস্বীকার করেও এটা আইনেও টিকবে না। প্রয়োজনে আদালতের দ্বারস্ত হতে হবে। তবে আদালতের আগে পারিবারিকভাবে আলোচনা করে সমাধান করতে হবে। কেননা দাম্পত্য জীবনে মান-অভিমান, রাগ গোস্বা ইত্যাদী থাকেই। কাজেই এটাকে ধরে রেখে জীবন চালানো যাবে না। বরং উভয় পক্ষকে অবশ্যই সহনশীল হতে হবে।

আর যেহেতু এখন সে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। ইতিমধ্যেই বাচ্চার হার্ডবিট চলে এসেছে তাই বর্তমান পরিস্থিতিতে গর্ভ নষ্ট করার কোনও সুযোগ নাই। যারা করবে শরীয়তের দৃষ্টিতে তারা মানুষ হত্যাকারী হিসেবে বিবেচিত হবে।

والله اعلم بالصواب

সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা ওয়াল হাদিস জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন