আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৯৩০৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,
১/ আমার বাবার কিছু এতায়াতি কলিগ আছে। তারা আব্বুকে উল্টো পালটা বুঝিয়ে মাথা নষ্ট করে দিচ্ছে। আব্বু আমাকে কিছুদিন আগে বলছিল, "রাসুল সঃ ২উসুল দিয়ে গেছেন, আর সাদ পন্থিরাও ২ উসুলের উপর আছে।আর তোমাদের তাবলীগ ৬ উসুলের উপর চলে। এটা সম্পূর্ণ বিদআত।"
সাদ সাহেবের অনেক ভুল ই জানি।
কিন্তু তার প্রধান ভুলগুলো কি কি, জানলে উপকৃত হব।
২/ আব্বু বলেছিল তিনি নাকি জানতে পেরেছেন যে কুরআন হাদিস এ নাকি দাড়ি ১ মুষ্ঠি রাখার ব্যাপারে বলা নাই। মুসলমানকে সুন্দর পরিপাটি থাকতে হবে তাই দাড়ি যেমন রাখলে গুছালো ও পরিপাটি হয় সেভাবে রাখা উচিত। তাই আব্বু দাড়ি সামান্য ছেটে নেয়।এটা কি সুন্নাহ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৮ জুন, ২০২২
হাটহাজারী