আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৬১৬৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমি অনার্স দ্বিতীয় বর্ষে পড়াশোনা করছি। কিছুদিন আগে আমি একটি হারাম সম্পর্কে জড়িয়ে পড়েছিলাম, এবং সম্পর্কটা আমার অনিচ্ছা সত্ত্বেও যিনা পর্যন্ত গড়িয়ে যায়। আমি আমার কাজের জন্য খুবই অনুতপ্ত, আমি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে ক্ষমা প্রার্থনা করছি।
যার সাথে আমি এ পাপ করেছি, এখন তার সাথে আমার কোনোপ্রকার যোগাযোগ নেই, আমি যোগাযোগ বন্ধ করে দিয়েছি। কিন্তু আমি তাকে ছাড়া কোনোভাবে থাকতে পারছিনা, একদম ছন্নছাড়া হয়ে গেছে আমার জীবন। অপরাধবোধ প্রতিনিয়ত আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে, আমি সবসময় এ পাপের ভয় করেছি, কিন্তু কিভাবে যেনো নিজেই এ পাপে জড়িয়ে পড়েছিলাম।

আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালার কাছে আমি কি এই ব্যক্তিকে আমার জীবনে হালাল ভাবে স্বামী হিসেবে চেয়ে দোয়া করতে পারবো?
আমি তাকে স্বামী হিসেবে পেতে‌ চাই, শুধুমাত্র শারীরিক সম্পর্কের কারণে।আমি আবার অন্য একটা লোকের সাথে সংসার করবো এটা ভাবলেই আমার সব উলটপালট হয়ে আসে‌, নিজেকে খুব ঘেন্না লাগে। সবসময় চোখের সামনে মনেহয় ওসব ভাসতে থাকে।
এসব ভাবতে ভাবতে আমি অসুস্থ হয়ে পড়েছি, শারীরিক মানসিক দুইভাবেই আমি একদম বিধ্বস্ত হয়ে পড়েছি। আমার মনে হচ্ছে এখন আমার বিয়ে করা দরকার, আর সেজন্য আমি কি করবো এখন।
আমি এ অবস্থায় কি করবো কিছু বুঝে উঠতে পারছিনা। আমাকে প্লিজ একটু পরামর্শ দিন, একটু সাহায্য করুণ, এ অবস্থায় আমার করণীয় কি? আমি সুস্থ একটা জীবনে কিভাবে ফিরতে পারবো
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
৬ এপ্রিল, ২০২২
ঢাকা
#১৪৩৬২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন প্রবাসী আমি যেখানে কাজ করি সেই জায়গায় অনেক সময়ে মিথ্যা কথা বলতে বাধ্যতামুলক ভাবে আরো অনেক রকম কাজের সমস্যা জামাতে নামাজ পড়ার টাইম পাওয়া যায়না একাই পড়তে হয় কিন্তু আমার মন ভরেনা এই নামাজে এখন কাজটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এই জন্য আমার সাথে অনেকেই রাগে কাজ ছাড়ার জন্য এখন দেখলাম প্রবাসে কাজ করলে নামাজ জামাতের সহিত পড়া সম্ভব হবে নাহ সব সময় এর জন্যে দেশে চলে যাওয়ার উদ্দেশ্য করেছি এখন যদি এই কারণে আমার বাবা অথবা পরিবারের কেউ আমার সাথে রাগ করে তাহলে আমার গুনাহ হবে?
কারন আমার যাওয়ার কারনটা হচ্ছে যাতে ঠিক মতো নামাজ কালাম করতে এইখানে থাকলে তা কোন দিনই হবে নাহ। আর আগে এইখান থেকে কাজ করে বেতন নিয়েছি সেইটা হালাল হবে?
কস্ট করে প্রশ্ন গুলোর উত্তর দিলে অনেক উপকার হতো
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১ মার্চ, ২০২২
Kalnirchor West (Shommanpur)
#১৪২৮৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
ভাইয়া আমি ১৫ বছর বয়সী এক পথভ্রষ্ট ছেলে, আগে আল্লাহর আনুগত্য অনেক ছিল, জানতাম না বিয়ের আগের সম্পর্ক হারাম ভাবতাম যে শুধু ধরা ছোঁয়াই বোধ হয় গুনাহ, জেনেরাল ছাত্র বলে, সে রাগ হতো, আল্লাহ কে দোষারূপ করতাম, নামাজ ছাড়লাম, পরে বুঝতে পেরেও যে এটি হারাম, তাকে ছাড়তে পারিনি, নেশা করার পর যে নেশা খারাপ জানলাম ছাড়তে কষ্ট তো নিশ্চয়ই তবে চেষ্টা করি, আল্লাহর পথে একবার ফিরি, আবার ঘুরে যাই, আবার ফিরি আবার ঘুরে যাই, এভাবে চলতে থাকে, চোখের জেনাহে লিপ্ত হই, এই ছোট্ট বয়সে কত ধরনের ভয়ানক পাপ করি, আমি বলতেও ভয় করি, কাউকে শেয়ার ও করা যায়না, যদি আল্লাহ আরও ক্রুদ্ধ হন, আপনাকে বলাও যাবেনা আরও নাজানি কত পাপ করি, ধর্মে ফিরি আবার হারাই আবার ফিরি আবার হারাই, ভাই প্রকাশ্যে অগণিত পাপ করি, আমার অজ্ঞতার কারণে অন্যের কষ্টের কারণ হই, কত জুম্মা মিস করি, চুরি করি মিথ্যে বলি পাপে প্রেরণা দেই ঠকাই। তবে শেষ পর্যন্ত, হারাম সম্পর্ক শেষ করি, গানবাজনা ছাড়ারও চেষ্টাও করতেছি, সকল অসৎ সঙ্গ ত্যাগেরও চেষ্টা করছি তবে দুনিয়ার জীবন যেন আমায় ধাওয়া করছে এমন আর আগের মত করতে পারছিনা বোধ হয় মহান রব মহর মেরে দিয়েছেন অন্তরে, নামাজ পড়তেছি আর পড়তেছি, কিন্তু কেনো যেনো ইমান টা কোথায় হারিয়ে গিয়েছে, দুনিয়ার মহ আমায় পাগল করেছে কিছুই বুঝতেছিনা নাও এদিক নাও সেদিক। খুবই দিশেহারা আমি হুজুর, আমার মনে হয় আবার পাপ যখন আমার সামনে আসবে আমি নিজেকে হয়তো, ধরে রাখতে পারবনা, কিছুই ভাল্লাগেনা হুজুর, রবের কাছে ক্ষমা প্রার্থনাও লজ্জাজনক হয়ে গিয়েছে, আখিরি জবানা, আমি আমার জন্যে দুআ করেন হুজুর, বিশ্বাস, কোথায়? কিভাবে। রব কি উনার মহর আমার অন্তর থেকে আর তুলে নিবেন নাহ? কখনোই না? রবের কাছে জান্নাত নহে ঈমান ভিক্ষে চাই, তবে হয়তো কিছু বিষয় মুছে ফেলা যায়না। আমার জন্যে দুআ কইরেন হুজুর আর দয়া করে বলবেন আমি কিকরে আবার নিজের অন্তঃস্থ নফস কে হত্যা করবো কি করে আবার ঈমান সম্পূর্ণ করবো, কি করে অবিশ্বাসী মনকে সান্তনা দিবো? অনেক দিশেহারা হয়ে আপনাদের শরণাপন্ন হলাম, প্রশ্ন বড় আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। জাজাকাল্লাহ খাইরান
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৭ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা