আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪৩৫৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার মোবাইল এর গ্যালারি তে আমার বন্ধুদের সাথে ছবি আছে। ফেসবুক বা কোথাও আপলোড দেইনি। আমি তওবা করেছি আমি আর বেপর্দা ভাবে ছবি তুলবো না। তাহলে গ্যালারী তে আগের বেপর্দা ছবি গুলো ডিলিট করে না দিলে কি কিয়ামতের দিন আমার ওই ছবির জন্য জবাবদিহি করতে হবে?

১ মার্চ, ২০২২
ঢাকা ১২১৯

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




ইসলামের মৌলিক বিধান হচ্ছে , জড়বস্তুর ছবি তোলা ও আঁকায় শরয়ী কোন বিধি নিষেধ নেই । আর প্রানীর ছবি প্রয়োজন ছাড়া তোলা , সংরক্ষ করা , প্রকাশ করা , ব্যবহার করা হারাম। তবে শরীয়তে ছবি বলতে কি বোঝায় ? এ নিয়ে ব্যাপক আলোচনা ও বিশ্লেষণ রয়েছে , অনেক বিশেষজ্ঞের মতে ডিজিটাল ক্যামেরায় ছবি তোলা , কম্পিউটার ও মোবাইলে সংরক্ষিত ছবিও নিষিদ্ধ ছবির অন্তর্ভুক্ত, বিধায় এটিও হারাম । তবে কিছু কিছু বিশেষজ্ঞের মতে তা জায়েজ , কিন্তু এটিও যে অনুত্তম এতে কারো কোন দ্বিমত নেই । অতএব স্পষ্ট বিধানের উপর আমল করা আমাদের জন্য উত্তম। আল্লাহ ও তার রাসূল ( সাঃ ) এর হুকুম অনুসরণ করার ক্ষেত্রে যত বেশী কঠোরতা অবলম্বন করা যায় , ততই তাকওয়ার জন্য অধিক সহায়ক , মোবাইলে ছবি তুলে রাখলে , কাগজে প্রিন্ট না দিলে , বা আপলোড না করলে , সাধারন ছবি তোলার সমান গুনাহ নাও হতে পারে। তবে এটাও যদি বর্জন করা যায় তাহলে এটা হবে তাকওয়ার আলামত। তাছাড়া আপনি যেহেতু মেয়ে এটা আপনার জন্য আরো জরুরি যে কোন মোবাইলের স্ক্রিনে আপনার ছবি না থাকা। এটাই আপনার জন্য করণীয় যে- আপনি মোবাইলের স্ক্রিন থেকেও আপনার ছবি মুছে দিবেন।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন