প্রশ্নঃ ১৪৩৬২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন প্রবাসী আমি যেখানে কাজ করি সেই জায়গায় অনেক সময়ে মিথ্যা কথা বলতে বাধ্যতামুলক ভাবে আরো অনেক রকম কাজের সমস্যা জামাতে নামাজ পড়ার টাইম পাওয়া যায়না একাই পড়তে হয় কিন্তু আমার মন ভরেনা এই নামাজে এখন কাজটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এই জন্য আমার সাথে অনেকেই রাগে কাজ ছাড়ার জন্য এখন দেখলাম প্রবাসে কাজ করলে নামাজ জামাতের সহিত পড়া সম্ভব হবে নাহ সব সময় এর জন্যে দেশে চলে যাওয়ার উদ্দেশ্য করেছি এখন যদি এই কারণে আমার বাবা অথবা পরিবারের কেউ আমার সাথে রাগ করে তাহলে আমার গুনাহ হবে? কারন আমার যাওয়ার কারনটা হচ্ছে যাতে ঠিক মতো নামাজ কালাম করতে এইখানে থাকলে তা কোন দিনই হবে নাহ। আর আগে এইখান থেকে কাজ করে বেতন নিয়েছি সেইটা হালাল হবে?কস্ট করে প্রশ্ন গুলোর উত্তর দিলে অনেক উপকার হতো
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
ঠিকমতো নামাজ পড়তে না পারার কারণে যদি আপনি চাকরি ছেড়ে দিয়ে দেশে চলে আসেন আর এ কারণে যদি আপনার বাবা-মা বা অন্য কেউ আপনার সাথে রাগ করে তাতে আপনার কোন গুনাহ হবে না। বরং ঠিক ভাবে নামাজ আদায় সহ অন্যান্য এবাদত করার জন্য আপনাকে এরূপ চাকরি ছেড়ে দেয়াই জরুরি ছিল।ঠিকভাবে নামাজ পড়তে না পারার কারণে উক্ত চাকরি ছেড়ে দিয়ে যদি আপনি অন্য চাকরি তালাশ করেন আর তা না সম্ভব না হওয়ার কারণে যদি দেশে চলে আসেন আর এ কারণে যদি অন্যরা রাগ করে তাহলে তাতে আপনার গুনাহ হবে না আর এরূপ চাকরি থেকে পূর্ব উপার্জিত টাকা গুলো গুলোর হুকুম হলো- আপনার মূল চাকরিতে যদি কোন সমস্যা না থেকে থাকে তাহলে তার টাকা হালাল হয়ে গেছে। নামাজ পড়তে না পারার কারণে আলাদা গুনাহ হয়েছে, কিন্ত টাকা হালাল, তাতে কোন সমস্যা নেই।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন