আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৩৭৭৫
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
অ্যাপসের মাসালা অংশে একটা প্রশ্নোত্তরে দেখলাম, অন্যের ওয়াইফাই না জানিয়ে ব্যবহার করলে তা চুরির অন্তর্ভুক্ত হবে। অন্যের দা, কোদাল, এসব ছোটখাটো জিনিস অনেক সময় হাতের কাছে পেলে না জানিয়ে ব্যবহার করে ফেলি, অনেকটা ওয়াইফাই এর মতই; আমরা মনে করি যে, এতে তো মালিকের কোন ক্ষতি হচ্ছে না। আমার প্রশ্ন হল, এটাও কি চুরির অন্তর্ভুক্ত হবে ? আবার রাস্তাঘাটে অনেক সময় গাছের ডাল ভেঙে ফেলি কিংবা গরুকে তাড়া করার জন্য অথবা অন্য কোন কাজে অন্যের গাছের ডাল, পাতা, না জানিয়ে ব্যবহার করি। আমরা যখন মাঠে গরু চরাই, অন্যের জমির ঘাস খাওয়াই। এসবই কি চুরি অন্তর্ভুক্ত হবে ?
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৪ ফেব্রুয়ারী, ২০২২
মৌলভীবাজার