পিরিয়ডে কারণে মন খারাপ থাকা
প্রশ্নঃ ১৩৩৫৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি বৃহস্পতিবার সন্ধ্যার পড় থেকে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বেশি বেশি ইবাদত করতে পছন্দ করি যেমন সুরা ইয়াসিন পরা, দরুদ পাঠ পড়া, তাহাজ্জুত পড়া ইত্যাদি।কিন্তু গত ২মাস যাবৎ আমার বৃহস্পতিবার দুপুরে পিরিয়ড হচ্ছে। জার জন্য কুরআন তেলওয়াত এবং তাহাজ্জুদ পড়তে পারি না। এটা আমার খুব খারাপ লাগে মনেহয় যেনো আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার সাহায্য পাওয়ার সুযোগ টা মিস হয়ে যাচ্ছে এক সপ্তাহের জন্য।যদি ও এই পিরিয়ড এর সময় আমি ইউটিউবে অডিও মাধ্যমে সূরা কাহফ, প্রতিদিনের সূরা মূলক সূরা ওয়াকিয়াহ্ এগুলি শুনি। কিন্তু অডিও শুনলে কি আমি যথেষ্ট নেকী পাবো?আর এই যে বৃহস্পতিবার পিরিয়ড হওয়ার ব্যাপারটা কি আল্লাহ্ আমার প্রতি অসন্তুষ্ট বা আমার ইবাদত কবূল হচ্ছেনা এমন কোনো লক্ষণ?দয়া করে একটু স্পষ্টভাবে জানাবেন, আমি খুব চিন্তিত আছি এই ব্যাপারে। আমি কিভাবে ইবাদত করলে আল্লাহ আমাকে কবুল করবে, আল্লাহ্ আমাকে মাফ করে দিবে, আল্লাহ্ আমার চাওয়াগুলো পূরণ করে দিবে?
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
নারীদের পিরিয়ড হওয়া আল্লাহ তা'আলার পক্ষ থেকে অলঙ্ঘনীয় বিধান। এই নিয়ে মন খারাপ করার কোনই কারণ নেই।
আপনি পিরিয়ডের সময় বেশি বেশি কালিমা তাইয়্যিবাহ, দুরুদ শরীফ, ইস্তিগফার সহ আরো অন্যান্য জিকির-আজকার করুন। আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করুন। এই সময়টি যেন কোনোভাবেই অলসতা ও উদাসীনতার মধ্যদিয়ে শেষ না হয়ে যায় সেদিকে সতর্ক দৃষ্টি রাখুন। তাহলেই শয়তান আপনার উপরে প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ।
উল্লেখ্য, এই সময়ে নিজের পরিবারের কারো মাধ্যমে কুরআনুল কারিমের তিলাওয়াত শ্রবণ করতে পারেন। সওয়াব হবে ইনশাআল্লাহ।
حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ، قَالَ حَدَّثَنَا سُفْيَانُ، قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ الْقَاسِمِ، قَالَ سَمِعْتُ الْقَاسِمَ، يَقُولُ سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ خَرَجْنَا لاَ نَرَى إِلاَّ الْحَجَّ، فَلَمَّا كُنَّا بِسَرِفَ حِضْتُ، فَدَخَلَ عَلَىَّ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا أَبْكِي قَالَ " مَا لَكِ أَنُفِسْتِ ". قُلْتُ نَعَمْ. قَالَ " إِنَّ هَذَا أَمْرٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ، فَاقْضِي مَا يَقْضِي الْحَاجُّ، غَيْرَ أَنْ لاَ تَطُوفِي بِالْبَيْتِ ". قَالَتْ وَضَحَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم عَنْ نِسَائِهِ بِالْبَقَرِ.
২৯০। আলী ইবনে ‘আব্দুল্লাহ (রাহঃ) .... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমরা হজ্জের উদ্দেশ্যেই (মদীনা থেকে) বের হলাম। ‘সারিফ’ নামক স্থানে পৌঁছার পর আমার হায়েয আসলো। রাসূলুল্লাহ (ﷺ) এসে আমাকে কাঁদতে দেখলেন; এবং বললেনঃ কি হল তোমার? তোমার হায়েয এসেছে? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেনঃ এ তো আল্লাহ্ তা’আলাই আদম-কন্যাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং তুমি বায়তুল্লাহর তাওয়াফ ছাড়া হজ্জের বাকী সব কাজ করে যাও। ‘আয়েশা (রাযিঃ) বলেনঃ রাসূলুল্লাহ (ﷺ) তাঁর স্ত্রীগণের পক্ষ থেকে গাভী কুরবানী করলেন।
—সহীহ বুখারী, ইফা নং ২৯০ (হাদীস নং ২৯৪)
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন