আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩১২৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি জীবনে অনেক পাপ করেছি আমি কিভাবে সবকিছু থেকে ক্ষমা পেয়ে আল্লাহর একজন বান্দা হিসেবে পরিচিত পাব

২৬ জানুয়ারী, ২০২২
Unnamed Road ২৬৭৯৬

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




প্রিয় ভাই, আপনি যত গুনাহ'ই করেন না কেন,;আপনার গুনাহতো আর আল্লাহ তাআলার রহমত এর সীমা ছাড়িয়ে যেতে পারবেনা, তাই হতাশ ও নিরাশ হওয়ার কিছুই নেই, বরং গুনাহের পর হতাশা ও নিরাশা শয়তানের আরো মারাত্মক অস্ত্র, তাই আপনি হতাশ না হয়ে আল্লাহ তাআলার দিকে ফিরে আসুন, সমস্ত গুনাহ থেকে তার কাছে তওবা ইস্তেগফার করুন এবং পিছনের গুনাহ গুলো সহ আর কোন প্রকার গুনাই আপনার দ্বারা হবে না, এই মর্মে সংকল্প করুন, ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিতে পারেন এবং আপনি দিল থেকে তওবা-ইস্তেগফার করলে এবং সামনে সে অনুযায়ী আমল করলে হয়তোবা আল্লাহতালা আপনাকে তাঁর নৈকট্য দান করতে পারেন। তাই হতাশায় না ভুগে এখনই উঠে দাঁড়ান, তওবা-ইস্তেগফার করুন, নতুন করে নিজের জিন্দেগি শুরু করুন, মনে করুন এখনি আপনার জন্ম হয়েছে, এখন থেকেই আল্লাহতায়ালার সাথে আপনার সম্পর্ক তৈরি হয়েছে, এখন থেকে আপনার সামনের পথ চলা শুরু হয়েছে, পেছনের সবকিছু তওবা-ইস্তেগফার করে ভুলে যান। আর সামনের দিকে আল্লাহ তাআলার আনুগত্যের সাথে জীবনযাপন করার প্রতি সচেষ্ট হোন। আল্লাহ আপনাকে আমাকে সহ সকল মুসলমানকে তার নৈকট্যের ছায়াতলে আশ্রয় দান করুন, আমিন।

والله اعلم بالصواب

মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস, শাইখ আবু সাঈদ ইসলামিক রিসার্চ সেন্টার, মোহাম্মাদপুর।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন