আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৪০৮৮. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, স্যার যখন আমি ছোট ছিলাম তখন আমি আমার বাবা এবং আমার মায়ের সাথে ভুলভাবে খারাপ ব্যবহার করেছি...আমি আমার কাজের মাধ্যমে তাদের অনেক কষ্ট দিয়েছি..এখন আমি খুব দোষী..আমার বাবা-মা এখনও বেঁচে আছেন.এখন আমি তাদের সাথে ভাল ব্যবহার করি। ..কিন্তু আমি কিভাবে আমার সেই পাপগুলো ক্ষমা করতে পারি..আমি চাই না আমার সন্তানরা আমার সাথে এসব করুক.. দয়া করে আমাকে সাহায্য করুন কিভাবে আমি এই ভুলগুলো মেকআপ করতে পারি...

২৩ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





সম্মানিত প্রশ্নকারী!
পিতামাতা এক অমূল্য সম্পদ। তাদের সেবা-শ্রদ্ধা-সম্মান করা মুমিনদের জন্য আবশ্যক। মহাগ্রন্থ আলকুরআনে আল্লাহ তায়ালা স্বীয় ইবাদতের সাথে পিতামাতার বিষয়ে উল্লেখ করেছেন। তাদের সাথে কোমল আচরণ করতে, তাঁদের খেদমত করতে এবং তাদের সামান্যতমও কষ্ট না দিতে জোর নির্দেশ দিয়েছেন। পিতামাতার সন্তুষ্টি জান্নাত লাভের অন্যতম উপায়।

যেহেতু তাঁরা এখনো বেঁচে আছেন। আল্লাহ তায়ালা আপনার জন্য এখনো সৌভাগ্যের দুয়ার খোলা রেখেছেন। তাই আপনি অতীতের ভুলের জন্য নিঃসংকোচভাবে পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নিন। কেননা পিতামাতার কাছে নিজের ভুল স্বীকার করতে কোনো বাঁধা নাই। ইনশাআল্লাহ আশা করছি তাঁরাও আপনাকে ক্ষমা করে দিবেন। সাথে সাথে যথাসাধ্য তাদের খেদমত করতে থাকুন। এবং ভবিষ্যতে যেন পিতামাতা কষ্ট পান এমন কোনো আচরণ আপনার থেকে প্রকাশ না পায় সেই ব্যাপারে সতর্ক থাকুন। আল্লাহ তায়ালা আমাদের কবুল করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন