আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৯৪২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শাইখ আমার কিছু প্রশ্ন ছিলঃ
1-নবীজী সাঃএর সোয়ালক্ষ সাহাবী অথচ হাদীস এত কম কেন
2-পৃথিবীতে মোট হাদীসের সংখ্যা কত
3-একই হাদীস বিভিন্ন গ্রন্থে বিভিন্ন রকম কেন
4-নবীজী সাঃএর সব হাদীস কী সংরক্ষিত হয়নি
5-ইউটিউবে দেখলাম রাজ্জক বিন ইউসূফ বলছেন তিন লক্ষ জাল হাদীস আছে এটা কী সত্যি
6-হাদীসের বহু গ্রন্থ এখনো পান্ডুলিপি আকারে বিশ্বের বিভিন্ন স্থানে সংরক্ষিত রয়েছে, যা এখনো ছাপেনি এগুলো কেউ ছাপানোর উদ্দোগ নেই না কেন।
7-হাদীস শাস্ত্র কী বিকৃত হয়েছে
8-ইমাম বুখারী ছয় লক্ষ হাদীস থেকে সাত হাজার লিপিবদ্ধ করেছেন বাকী গুলো কোথায় গেল
9-ইমাম হাম্বল দশ লক্ষ হাদীস থেকে চল্লিশ হাজার লিপিবদ্ধ করেছেন বাকীগুলো কেন করেননি
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
১২ ডিসেম্বর, ২০২০
ঢাকা ১২০৯