আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৫০০১
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।

প্রশ্ন: আমি শুনেছি ইসলাম এ ৩ টা বিষয়ে মজা করলেও নাকি সত্য হয়ে যায়।
বিয়ে,তালাক্ব আরেকটা রজম না কি যেন, মানে তালাক্বের ধাপ শেষ হবার আগে ফিরিয়ে নেওয়া,
আমাদের অঞ্চলে বিয়ের ব্যপার টা এরকম অনেকে তার মেয়ের ব্যপারে আরেকটা ছেলেকে জাস্ট মুখে বলে,
আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম মজা করে বললেও কি হয়ে যাবে?

কিংবা কেউ তার মেয়েকে তার কোন আত্নীয়র ছেলের বাবার কাছেও যদি বলে
আমি তোমার ছেলের কাছে বিয়ে দিয়েইই দিলাম আর সে কবুল করে নিলে কি বিয়ে হয়ে গেল?!

অনেক সময় ছেলে মেয়েরা একা বিয়ে করে নিজেদের মধ্যে অভিভাবক ছাড়া,
আবার হাদিসে আছে অভিভাবক ছাড়া বিয়ে বাতিল।আমার বোনকে মাদ্রাসায় তার হুজুর বলেছে,
অভিভাবক এর ব্যপার টা দূর্বল হাদিসে আসছে বা ইত্যাদি আরো কি যেন।
তো ছেলে মেয়েরা একা নিজেদের মধ্যে বিয়ে করলে সেটা মজা করে বা সিরিয়াসলি করলে কি
তা হয়ে যাবে?
আমাকে জানাবেন ইংশা আল্লাহ।

জাযাকুমুল্লাহু খাইর।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
৫ মার্চ, ২০২১
Dhaka