আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৬২৯৮
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম।
আমি জানি নবী এবং রাসূলগনের মধ্যে পার্থক্য হলো, রাসূলগনের উপর নতুন শরীয়াহ আইন এবং আসমানি কিতাব নাযিল করা হতো । আর নবীগন পূর্বেকার রাসূলের শরীয়াহ অনুসরণ করতো এবং আসমানী কিতাবও। রসূল ছিলেন তিনশত তের জন। তাহলে তো আসমানি কিতাব তিনশত তেরোটি হওয়ায় কথা। কিন্তু আসমানী কিতাব একশত চারটি।

আবার,
আসমানী কিতাবের মধ্যে একশতটি ছোট কিতাব। যেগুলোকে সহীফাহ বলা হয়। তার মধ্যে
১) হযরত আদম আলাইহিস সালাম এর উপর দশটি,
২) হযরত শীষ আলাইহিস সালাম এর উপর পঞ্চাশটি,
৩) হযরত ইদ্রীস আলাইহিস সালাম এর উপর ত্রিশটি এবং
৪) হযরত ইবরাহীম আলাইহিস সালাম এর উপর দশটি সহীফাহ নাযিল হয়।
বড় কিতাব চারটি। তার মধ্যে
৫) হযরত দাউদ আলাইহিস সালাম এর উপর যাবুর কিতাব,
৬) হযরত মুসা আলাই সালাম এর উপর তাওরাত কিতাব,
৭) হযরত ঈসা আলাইহিস সালাম এর উপর ইঞ্জিল কিতাব,
৮) হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর আল কুরআন নাযিল হয়।
এই হিসেবে তো রসুল আটজন হওয়ার কথা। কিন্তু রাসুল তিনশত তের জন।

আর নতুন শরীয়াহ আইন বাস্তবায়ন কি আসমানী কিতাব ছাড়া সম্ভব?
তাহলে রাসুল কিভাবে ৩১৩ জন হয়? হয়তো আমার কোথাও ভুল হচ্ছে। হতে পারে আমার জানার এবং বোঝার মধ্যে ঘাটতি আছে! দয়া করে আমার এই প্রশ্নের উত্তর দিন। আমি চার বছর ধরে এটা নিয়ে ভাবছি। আমার প্রশ্নের সঠিক ব্যাখ্যা দিলে ইনশা-আল্লাহ কৃতজ্ঞ থাকব।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৭ মে, ২০২১
Dhaka
#৫৯৯২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, [08/05, 12:46 am] NASIR W: লাইলাতুল কদর রাত্রির আলামত, হুযুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতটি গভীর অন্ধকারে ছেয়ে যাবে না, নাতিশীতোষ্ণ হবে অর্থাৎ তীব্র গরম বা ঠাণ্ডা হবে না, মৃদু বাতাস প্রবাহিত হতে থাকবে, সেরাতে এবাদত করে মানুষ অধিক তৃপ্তি বোধ করবে, কোন ঈমানদার ব্যক্তি কে স্বপ্নে আল্লাহ হয়তো জানিয়েও দিতে পারেন, ওই রাতে বৃষ্টি বর্ষণ হতে পারে, সকালে হালকা আলোকরশ্মি সহ সূর্যোদয় হবে, যা হবে পূর্ণিমার চাঁদের মত। সহীহ ইবনে খুযাইমাহ-2190, বুখারী-2021 মুসলিম-762
[08/05, 12:52 am] NASIR W: রাসূলেপাক ছল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মোচ কাটে না সে আমাদের দলভুক্ত নয়। সুনানে আন-নাসায়ী-৫০৪৭ উপরের বর্ণনাগুলো কতটুকু সহি এ বিষয়ে জানতে চাচ্ছি..
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৯ মে, ২০২১
ঢাকা ১২১২
#৫৮৪৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়বারাকাতুহ্
আমার প্রশ্নটি হচ্ছে আমি সাম্প্রতিক একটি হাদিস শুনেছি বা পড়েছি
হাদিসটি হলো. "আল্লাহ তায়ালা কেয়ামতের দিন বান্দাকে প্রশ্ন করবে
হে আমার বান্দা! দুনিয়াতে আমি তোমার কাছে খাবার চেয়েছি কিন্তু তুমি আমাকে আহার করাওনি। তখন বান্দা বলবে হে আল্লাহ আপনি
কখন আমার কাছে খাবার চেয়েছেন? তখন আল্লাহ বলবেন: তোমার কাছে যখন আমার ক্ষুদার্ত বান্দা খাবার চেয়েছে তখন তুমি তাকে
আহার দান করাওনি যদি তুমি তাকে আহার দান করাতে
তাহলে সেটাই হতো আমাকে দান করানো।
হাদিসটা আরো বড় হবে তো আমার সঠিক মনে পরছেনা
এখানে আমার প্রশ্ন হলো. এরকম কি কোনো হাদিস আছে কিনা?
যদি থাকে তাহলে রেফারেন্স দিলে আমার জন্য ভালো হতো।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৫ মে, ২০২১
ঢাকা