আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৩৫১৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,

আমি একটি বিষয় সম্পর্কে জানতে চাই। আসলে প্রশ্নটি করা ঠিক হবে কি না সঠিক জানি না। যদি ভুল হয় তাহলে দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

প্রশ্নঃ পবিত্র কুরআনের একটি আয়াত সম্পর্কে জানতে চাই

আয়াতঃ নিশ্চয়ই নামায বাধা দেয় অশ্লীল ও গর্হিত বিষয়সমূহ থেকে। -সূরা আনকাবূত (২৯) : ৪৫
এই আয়াতে বলা হয়েছে যে নামাজ সকল পাপ কাজ থেকে বিরত রাখে।‌ কিন্তু এখন কথা হল আলহামদুলিল্লাহ আমি নিয়মিত নামাজ আদায় করি। কিন্তু এর পরও মাঝেমধ্যে গোনাহ করি এখন এর মানে‌ কি আমার নামাজ আদায় সঠিক হচ্ছে না। আসলে বিষয়টি নিয়ে আমি খুব চিন্তিত। দয়া করে উত্তর দিবেন।
question and answer iconউত্তর দিয়েছেন: আলকাউসার
৮ নভেম্বর, ২০২০
মৌলভীবাজার
#২৪০৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,

মুসলমানেরই এ কথা জানা যে, বিসমিল্লাহির রাহমানির রাহীম কুরআন মজীদের একটি গুরুত্বপূর্ণ আয়াত। যার প্রতি সম্মান প্রদর্শন করা অপরিহার্য। এবং হাদীসের আলোকে আমরা এও জানি যে, কোনো গুরুত্বপূর্ণ ও মহৎ কাজ বিসমিল্লাহির রাহমানির রাহীম ব্যতীত অপূর্ণ ও বরকতশূন্য। এখন আমার জানার বিষয় হল, এমন অনেক গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় ও কাজ আছে, যার গুরুত্ব ও প্রয়োজন সাময়িক। যথা-দাওয়াতনামা, পোস্টার, ব্যানার ইত্যাদি। নির্ধারিত সময় পার হওয়ার পর এসবের কোনো গুরুত্ব থাকে না বিধায় তা যেখানে সেখানে পড়ে থাকে। এমনকি অনেক সময় পদপিষ্টও হয়। অতএব এসব ক্ষেত্রে বিসমিল্লাহির রাহমানির রাহীম আরবী ভাষায় বা বাংলা উচ্চারণে লেখা যাবে কি?

খ) যেসব ক্ষেত্রে বিসমিল্লাহির রাহমানির রাহীম লেখার বিধান রয়েছে সেসব ক্ষেত্রে বিসমিল্লাহির রাহমানির রাহীম-এর পরিবর্তে ৭৮৬ অথবা বিসমিহী তাআলা লিখলে বিসমিল্লাহির রাহমানির রাহীম-এর সওয়াব অর্জিত হবে কি না? এ ব্যাপারে কুরআন-হাদীসের আলোকে, ফুকাহায়ে কেরাম ও মুফতী সাহেবদের অভিমত প্রমাণাদিসহ জানালে কুরআন মজীদের মর্যাদা রক্ষায় সচেতন হব এবং বিশেষভাবে উপকৃত হব।


question and answer iconউত্তর দিয়েছেন: মাসিক আলকাউসার
১৫ আগস্ট, ২০২১