প্রশ্নঃ ৫০০১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রশ্ন: আমি শুনেছি ইসলাম এ ৩ টা বিষয়ে মজা করলেও নাকি সত্য হয়ে যায়।বিয়ে,তালাক্ব আরেকটা রজম না কি যেন, মানে তালাক্বের ধাপ শেষ হবার আগে ফিরিয়ে নেওয়া,আমাদের অঞ্চলে বিয়ের ব্যপার টা এরকম অনেকে তার মেয়ের ব্যপারে আরেকটা ছেলেকে জাস্ট মুখে বলে, আমি তোমার কাছে আমার মেয়েকে বিয়ে দিলাম মজা করে বললেও কি হয়ে যাবে?কিংবা কেউ তার মেয়েকে তার কোন আত্নীয়র ছেলের বাবার কাছেও যদি বলে আমি তোমার ছেলের কাছে বিয়ে দিয়েইই দিলাম আর সে কবুল করে নিলে কি বিয়ে হয়ে গেল?!অনেক সময় ছেলে মেয়েরা একা বিয়ে করে নিজেদের মধ্যে অভিভাবক ছাড়া, আবার হাদিসে আছে অভিভাবক ছাড়া বিয়ে বাতিল।আমার বোনকে মাদ্রাসায় তার হুজুর বলেছে, অভিভাবক এর ব্যপার টা দূর্বল হাদিসে আসছে বা ইত্যাদি আরো কি যেন।তো ছেলে মেয়েরা একা নিজেদের মধ্যে বিয়ে করলে সেটা মজা করে বা সিরিয়াসলি করলে কিতা হয়ে যাবে?আমাকে জানাবেন ইংশা আল্লাহ।জাযাকুমুল্লাহু খাইর।
উত্তর
و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
وعلیکم السلام ورحمة الله وبركاته
তিনটি বিষয় ইচ্ছেকৃত করলে যেমন হয়, ঠাট্টাচ্ছলে করলেও তেমনই প্রযোজ্য হয়।
حَدَّثَنَا الْقَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، - يَعْنِي ابْنَ مُحَمَّدٍ - عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَبِيبٍ، عَنْ عَطَاءِ بْنِ أَبِي رَبَاحٍ، عَنِ ابْنِ مَاهَكَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ " ثَلاَثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ النِّكَاحُ وَالطَّلاَقُ وَالرَّجْعَةُ " .
আবূ হুরাইরাহ রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত :
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা বাস্তবিকই ধর্তব্য। তা হলোঃ বিবাহ, তালাক ও স্ত্রীকে ফিরিয়ে আনা।
সুনানে আবু দাউদ, হাদিস নং ২১৯৪
বিবাহের ক্ষেত্রে দ্বিপাক্ষিক কথা আদান-প্রদান ছাড়া বিবাহ সম্পন্ন হয় না। অর্থাৎ দুজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষীর সম্মুখে একপক্ষ বলবে আমি তোমাকে বিবাহ করলাম। অপরপক্ষ বলবে, আমি কবুল করলাম। তাহলেই বিবাহের আক্বদ (চুক্তি) সম্পাদন হবে।
এমনিতেই একপক্ষ বিবাহের কথা বলল। অপরপক্ষ চুপ থাকল। এতে বিবাহ সম্পাদন হবে না। এছাড়া সাক্ষীর উপস্থিতি ছাড়া ছেলে মেয়ে নিজেদের মধ্যে বিবাহ সম্পাদন করতে চাইলেও বিবাহ হবে না।
প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে ন্যূনতম দুইজন সাক্ষীর সম্মুখে নিজেদের বিবাহ সম্পাদন করলে বিবাহ হয়ে যাবে, যদি ছেলেটি মেয়ের জন্য সামাজিক ও পারিবারিক ভাবে উপযুক্ত সাব্যস্ত হয়।
আর যদি মেয়ে তার অপাত্রে বিবাহ করে, তবে তার অভিভাবকগণ ইচ্ছা করলে এই বিবাহ অস্বীকৃতি জ্ঞাপন করে বাতিল বলে ঘোষনা দিতে পারবেন।
والله اعلم بالصواب
মন্তব্য (0)
কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!
মন্তব্য করতে লগইন করুন