আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৪১৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম,আশাকরি ভাল আছেন। ‌‌আমি আপনাদের এ্যাপস এর মাধ্যমে অনেক মাসয়ালা সম্পর্কে জেনে উপকৃত হয়েছি, আলহামদুলিল্লাহ। আমার একটি সাধারণ প্রশ্ন ছিল যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক পুরুষ সাহাবাদের দুনিয়াতেই জান্নাতি ঘোষণা করেছেন। কিন্তু মহিলা সাহাবাদের মধ্যে যাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন তাদের নামগুলো রেফারেন্স সহ জানালে খুবই উপকৃত হতাম।জাযাকাল্লাহ...

১০ জানুয়ারী, ২০২১
চট্টগ্রাম

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


চার মহিয়সী নারীর ব্যপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জান্নাতী হওয়ার সু-সংবাদ দিয়েছেন।
জান্নাতীদের শ্রেষ্ঠতম নারী :
খাদীজা বিনতে খুয়াইলিদ
ফাতিমা বিনতে মুহাম্মাদ
আসিয়া বিনতে মুযাহিম (ফিরআউনের স্ত্রী)
মারয়াম বিনতে ইমরান রাযিয়াল্লাহু আনহুন্না

وعن ابن عباس رضي الله عنه قال أن رسول الله صلى الله عليه وسلم خط أربعة خطوط، فقال تدرون ما هذا فقالوا الله ورسوله أعلم، فقال عليه السلام: «أفضل نساء أهل الجنة خديجة بنت خويلد وفاطمة بنت محمد وآسية بنت مزاحم امرأة فرعون ومريم ابنة عمران رضي الله عنهن جميعاً».

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ, মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন