আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৮৭২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ,আশা করি আল্লাহ্ পাকের অশেষ রহমতে ভালো আছেন? শায়েখ আমি হাস্পাতালে কর্মরত একজন অ্যাসিস্ট্যাণ্ট মেডিকেল অফিসার।আমার ডিউটি ১২ ঘন্টা।তাই আমার যখন ডে ডিউটি পরে আমি যোহর,আসর,মাগরিব এবং এশা এর নামায গুলা পাই। তো এতে এমন হয় যে,আমি নামায পড়ে দোয়া,জিকির আজকর এছাঁড়াও আমল কিছু করতে আমার ভালোই সময় ব্যায় হয়।এতে করে আমাকে প্রশ্নের সম্মুক্ষীন হতে হয়,আমার ইমিডিয়েট মেডিকেল অফিসার আমাকে লজিক দেয় এমন যে,আমার জব আমার ফার্স্ট প্রায়রিটি।দোয়া,জিকির এর থেকে জব টা আগে,তবে আল্লাহ্ এর কসম খেয়ে বলছি,আমি ডিউটি ফাঁকি দেওয়ার জন্য দোয়া পড়িনা।যাই হোক,শায়েখ আমার প্রশ্ন আমার আসলে কি করা উচিৎ,যে কাজ এ আমার আল্লাহ্ খুশী হবেন???
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১৭ সেপ্টেম্বর, ২০২১
ফেনী