আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৬২৮০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম শায়েখ,

১.আমার যদি কোনো নামাজ কাযা হয়ে যায়,তখন সে কাযা নামাজ পড়তে পরবর্তী নামাজের জন্য মসজিদে উপস্থিত হই।তখন যদি সেখানে জামাত দাড়িয়ে যায়,তখন আমি কোন নামাজ পড়ব,কাযা নামাজ নাকি জামায়াতে সাথে নামাজ আদায় করব?

যেমনঃ যোহরের নামাজ কাজা হয়ে গেল,এখন আমি আছরে নামাজের সময় মসজিদে গেলাম,তখন যদি আছরের জামাত দাড়িয়ে যায়।তখন আমি কী আছর নামাজ জামায়াতে আদায় করব নাকি যোহরের কাযা আদায় করব?

২. বিছানা চাদর কী ২জন মিলে বিছাতে পাড়বে কিনা?
কেননা আমাদের নানি-দাদিরা বলে ২জন মিলে চাদর বিছাতে নেই।এই কথা কোনো ভিত্তি আছে নাকি কুসংস্কার?
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
২৫ মে, ২০২১
ঢাকা
#৬০৫৬
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম
জনাব,
অনেক কিছুই আমার মধ্যে ডাউট আছে। অনেক কিছুতেই দেখি আমাদের মধ্যে অনীহা। আমরা বড় বিষয় গুলোয় গুরুত্ব দিলেও অনেক কিছুই তুচ্ছ মনে করে সেটাকে পাত্তা দেইনা।
যদিও রমাযান শেষ হয়েই গেল তবুও এটা নিয়েই আমি প্রশ্ন করতে চাই। আমার কনফিউশন টা সাহরির শেষ সময় নিয়ে। একএক জনের একএক ধারনা। অনেক ক্যালেন্ডার বা ফোন এ্যাপ্সে দেখি আযানের ৫ মিনিট আগেই সেহরির সময় শেষ। আমার অনেক জায়গায় বিশেষ করে গ্রামে আযানের সময়কে শেষ সময় ধরা হয়। আর কিছু মানুষ তো আরো একধাপ এগিয়ে তারা আযান শুনেও মনে করেন যে, সেহরি সময় শেষ যে মসজিদে আযান দিবে এবং সেই আযান যতক্ষন শেষ না হবে ততক্ষন পর্যন্ত সেহরির সময়!!
জনাব, আমি জানিনা আমি কতটুকু যৌক্তিক কিন্তু তবুও এটা নিয়ে যদি লেখালেখি বা একটা আলোচনা করতেন তবে আমি ছাড়াও আরো অনেকে হয়তো এই বিভ্রান্তি হতে মুক্ত হবে।
আমার ভয় হয়,, এই ছোট্ট ভুলগুলোর জন্যই না হয় আমাদের আমল গুলো নষ্ট না হয়।
আসসালামু আলাইকুম 🥰
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১১ মে, ২০২১
৪৬XW+C৫২