আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬৫৭৩. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন আমার চাচাতো ভাই মারা গেছে এবং তার স্ত্রী যদি বিয়ে বসে তাহলে কি আমি বিয়ে করতে পারবে তাকে? শুনেছি ভাবি কে না কি বিয়ে করা যায় না।

৭ জুন, ২০২১
চিলমারী

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



আপনার চাচাতো ভাইয়ের মৃত্যুর পর ভাবি তার মরহুম স্বামীর ইদ্দত চার মাস দশ দিন অতিবাহিত করার পর দ্বিপাক্ষিক সম্মতির ভিত্তিতে শরীয়তের শর্ত মেনে বিবাহ করতে পারবেন।
শরীয়তের দৃষ্টিকোণ থেকে এতে কোনো বাধা নেই।

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চাচাতো ভাই হযরত জাফর ইবনে আবী তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করার পর তার স্ত্রী আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তা'আলা আনহাকে বিবাহ করেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর ইন্তেকাল হয়ে গেলে এই আসমা বিনতে উমাইসকে বিবাহ করেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু।

সুতরাং হযরত আলী রাদিয়াল্লাহু তা'আলা আনহু ভাইয়ের বিধবা স্ত্রীকে বিবাহ করেছেন।
আপন ভাইয়ের বিধবা স্ত্রীকে যখন বিবাহ করা যখন জায়েয তখন চাচাতো ভাইয়ের স্ত্রী কেন নয়?

أسماء بنت عميس الخثعمية صحابية كانت زوجة لجعفر بن أبي طالب ثم لأبي بكر الصديق ثم لعلي بن أبي طالب. هاجرت أسماء للحبشة ثم إلى يثرب، لذا فتُكنّى بصاحبة الهجرتين.

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন