আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬০৫৬. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম জনাব, অনেক কিছুই আমার মধ্যে ডাউট আছে। অনেক কিছুতেই দেখি আমাদের মধ্যে অনীহা। আমরা বড় বিষয় গুলোয় গুরুত্ব দিলেও অনেক কিছুই তুচ্ছ মনে করে সেটাকে পাত্তা দেইনা।যদিও রমাযান শেষ হয়েই গেল তবুও এটা নিয়েই আমি প্রশ্ন করতে চাই। আমার কনফিউশন টা সাহরির শেষ সময় নিয়ে। একএক জনের একএক ধারনা। অনেক ক্যালেন্ডার বা ফোন এ্যাপ্সে দেখি আযানের ৫ মিনিট আগেই সেহরির সময় শেষ। আমার অনেক জায়গায় বিশেষ করে গ্রামে আযানের সময়কে শেষ সময় ধরা হয়। আর কিছু মানুষ তো আরো একধাপ এগিয়ে তারা আযান শুনেও মনে করেন যে, সেহরি সময় শেষ যে মসজিদে আযান দিবে এবং সেই আযান যতক্ষন শেষ না হবে ততক্ষন পর্যন্ত সেহরির সময়!!জনাব, আমি জানিনা আমি কতটুকু যৌক্তিক কিন্তু তবুও এটা নিয়ে যদি লেখালেখি বা একটা আলোচনা করতেন তবে আমি ছাড়াও আরো অনেকে হয়তো এই বিভ্রান্তি হতে মুক্ত হবে।আমার ভয় হয়,, এই ছোট্ট ভুলগুলোর জন্যই না হয় আমাদের আমল গুলো নষ্ট না হয়।আসসালামু আলাইকুম 🥰

১১ মে, ২০২১
৪৬XW+C৫২

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




ইসলামের মৌলিক ইবাদত সমূহের মধ্যে নামায ও রোযা অন্যতম।
রোযা রাখা যেমন ফরয। রোযার শুরু-শেষ নির্ধারণ করা, এ সংক্রান্ত শরীয়তের মাসআলাগুলো বুঝা এবং তদনুযায়ী আমল করাও ফরয।
সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোযা রাখতে হয়। সুবহে সাদিক প্রত্যক্ষ দর্শন করে নির্ণয় করতে হয়।
দীর্ঘদিনের অভিজ্ঞতা, আবহাওয়া অফিসের লম্বা সময়ের রেকর্ড সবকিছু মিলিয়ে নামাযের সময়সূচী ক্যালেন্ডার তৈরি করা হয়েছে।
যেহেতু আমাদের দেশে ইসলামিক ফাউন্ডেশনের ঘোষিত সময়টাকেই সকলে ফলো করে, সুতরাং এটিকে স্টান্ডার্ড ধরে আমল করুন। দু'এক মিনিট এ দিক সে দিক খুব বড় কিছু নয়। কিন্তু স্ট্যান্ডার্ড হিসেবে ইসলামিক ফাউন্ডেশনের সময়টাকে সামনে রাখলে ভালো হবে।
মানুষের রোযা যেন সঠিক হয়। ফজরের নামাযও যেন ওয়াক্ত মত হয়, এজন্য এই ক্যালেন্ডারে সুবহে সাদিক থেকে আড়াই মিনিট পূর্বে সাহরির শেষ সময় ঘোষণা করা হয়েছে। আড়াই মিনিট পরে ফজরের আযানের সময় ঘোষণা করা হয়েছে। এটি অত্যন্ত যুক্তিসঙ্গত। কারণ মানুষের ঘড়ির সময় এক দেড় মিনিট দু'মিনিট এদিক সেদিক থাকে।
সবকিছুর ঊর্ধ্বে জনমানুষের আমল যেন ঠিক থাকে, এজন্য এটি করা। সুতরাং এ বিষয়ে খুব বেশী চিন্তিত হওয়ার এবং সকলের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই।
ইনশাআল্লাহ আমাদের এই অ্যাপের উল্লেখিত সময়ের উপরে ভরসা করতে পারেন। (মারকাযুল ফিকরিল ইসলামী) ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা ঢাকা থেকে প্রকাশিত জেলাভিত্তিক নামাযের সময়সূচী অনুপাতে আমাদের এখানে সময় নির্ধারণ করা হয়েছে। আপনার মোবাইলে এই অ্যাপসে আপনার স্থানীয় জেলা ও থানা নির্বাচন করে নিন। এরপর আপনার স্থানীয় সময় প্রদর্শন করবে ইনশাআল্লাহ।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন