আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬২৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামুয়ালাইকুম হযরত আমি কাতার থেকে বলছিমসজিদে যায়নামাযের মধ্যে কাবাশরীফের ছবি এতে কি কোন অসম্মান বা কোন মাস,আলা আছে কি?অন্য দেশের লোক মসজিদের নামাজের কাতারে কাবাশরীফ ওয়ালা যায়নামাজ থাকলে উঠিয়ে ফেলে;

২৬ মে, ২০২১
৫৮ شارع صلاح الدين، الدوحة، قطر (QA)

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




জায়নামাযে কাবা শরীফ অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর রওযা শরীফের ছবি দেয়া ইয়াহুদীদের চক্রান্ত। এর মাধ্যমে ইসলামের নিদর্শনাবলীকে অপমানিত করা হয়। পদদলিত করা হয়। মুসলমান মাত্রই এর প্রতিবাদ করা উচিত। যেকোনোভাবে এসব বর্জন করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতনতা নসীব করেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন