আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৬২৭৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, হযরত। সূর্যাস্তের সময় কি ঘড়ির কাঁটার সময় অনুয়ায়ী মাগরিবের তিন মিনিট আগে হয়ে থাকে? বিনীতভাবে হযরতের নিকট জানতে চাচ্ছি।

২৫ মে, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم




সাধারণত ঘড়ির কাঁটা মূল সময় থেকে সামান্য এদিক সেদিক থাকতে পারে। দশটি ঘড়ি একসঙ্গে করলে এক মাস পর দশটি ঘড়ির সময় একত্রে থাকবে বলে গ্যারান্টি দেয়া মুশকিল।
এজন্য সর্তকতা হিসেবে সূর্যাস্তের তিন মিনিট পর মাগরিবের সময় ঘোষণা করা হয়েছে। যেন ঘোষিত সময়ে কোন (মেয়ে লোক যেহেতু একা একা নামায পড়বে, জামায়াতের অপেক্ষা করবে না) ব্যক্তি মুহূর্তেই মাগরিবের নামায পড়তে আরম্ভ করে দিলে যেন তার নামায যথাসময়ে হয়।নামায শুদ্ধ হয়।
এজন্য ক্যালেন্ডারে ও আমাদের এই অ্যাপে সতর্কতামূলক সূর্যাস্তের তিন মিনিট পরে মাগরিবের সময় ঘোষণা দেয়া আছে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন