আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯০৪২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জুম্মার নামাজের নিয়ত আরবি উচ্চরন জানতে চাই।

২৬ সেপ্টেম্বর, ২০২১
জামগড়া

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






নিয়ত অন্তরের কাজ। নিয়ত অন্তরেই করতে হয়। নিয়ত করার জিনিস, বলার জিনিস নয়।
মুখে যা উচ্চারণ করা হয় সেটা শুধু বলাই হয়, করা হয় না।
নামাযের নিয়ত অন্তরে অন্তরে করবে। অবশ্য যারা মনকে স্থির রাখতে পারে না, তারা মনের কথাটি মুখে উচ্চারণ করলে অসুবিধা নেই। সে ক্ষেত্রে বুঝেশুনে নিজের ভাষায় (বাংলাতে) বলতে পারবে।

আমাদের দেশে কিছু কিছু চটি বই পাওয়া যায়, যাতে সকল নামাজের আরবি নিয়তগুলো উল্লেখ থাকে। এ নিয়তগুলোর কোনো ভিত্তি নেই।
বাংলা ভাষাভাষীরা যদি মুখে নিয়ত করতে চায় আরবি নিয়ত করার তুলনায় বাংলাতে নিয়োগ করা তার জন্য উত্তম হবে।

তদুপরি আপনি যেহেতু চেয়েছেন আমরা উল্লেখ করছি:

জুমার দুই রাকাত ফরজ নামাজের নিয়ত:

نويت ان اسقط عن ذمتي فرض الظهر باداء ركعتي صلاة الجمعة فرض الله تعالى متوجها الى الكعبة الشريفة
الله أكبر

বাংলা উচ্চারণ: নাওয়াইতু আন্‌ উসকিতা আন্‌ জিম্মাতী ফারদুজ্জহ্‌রি, বি-আদায়ি রাকয়াতাই ছালাতিল্‌ জুমুয়াতি, ফারজুল্লাহি তায়ালা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল্‌ ক্বাবাতিশ্‌ শারীফাতি আল্লাহু আক্‌বার।

অর্থ: আমার উপর জুহরের ফরজ নামাজ আদায়ের যে দায়িত্ব রয়েছে, আমি কেবলামুখী হয়ে, জুম্মার দুই রাকায়াত ফরজ নামাজ আদায়ের মাধ্যমে তা পালনের নিয়ত করলাম। আল্লাহু আকবর।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন

এ সম্পর্কিত আরও জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর