আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৬৯১. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ১)মাঝেমধ্যে ভুল করে নামাযের রুকুতে "সুবহানা রাব্বিয়াল আ'লা" পড়ে ফেলি। এরকম ভুলের জন্য কি সাহু সিজদাহ্ দিতে হবে?২)নামাযের সিজদাহ্ তে আরবি কি কি দুয়া পড়া যায় বা পড়া উত্তম?৩)ফরজ নামাজ এর সিজদাহ্ তে দুয়া পড়া যায়? নাকি এটি শুধু নফল নামায এর ক্ষেত্রে?

১০ সেপ্টেম্বর, ২০২১
Ramganj

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



১. এতে অসুবিধে নেই। সাজদাহ সাহূ লাগবে না।

২. কুরআন ও হাদীসে যেসব দোয়া শেখানো হয়েছে সেগুলো করতে পারবেন।

৩. ফরজ নামাজের সাজদাতে অতিরিক্ত দোয়া করা প্রমাণিত নয়।
শুধু নফল নামাজের সাজদায় দোয়া করবেন।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন