আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#৯১৫৯
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম প্রশ্ন

আমার এক বন্ধু বিয়ে করেছে। বন্ধু টা অনেক দীনী। কিন্তু তার সাথে তার স্ত্রীর সাথে, আল্লাহর দীন নিয়ে অনেক ঝামেলা হওয়ার কারণে বিচ্ছেদ বা তালাক হয়ে গেছে। এখন আমার কথা হলো সে যদি অন্য একটা দীনী মেয়ে বিবাহ করতে চায়, তাহলে কি তার যে আগে বিবাহ হয়ে গিয়ে তালাক হয়ে গেছে । এ কথাটি কি ঔ দীনী মেয়ের পরিবারকে জানানো উচিত ? এখন যার মাধ্যমে আমার বন্ধু ঔ দীনী মেয়েটার বিবাহের জন্য খবর পেয়েছে? সে চাইতেছে যে এই বিয়েটা সে করিয়ে দিতে পারবে না। কারণ সে মনে করতেছে যে এ তালাক হওয়ার খবরটা মেয়ের পরিবার কাছে গোপন রাখলে নাকি তাদের হক নষ্ট করা হবে ?
এখন আমার কথা হচ্ছে আমার বন্ধু যদি ঔ দীনী মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে তার আগের বিবাহ তালাক হয়ে গেছে, এ খবর টা গোপন রাখতে পারবে? না তাদের সাথে এ বিষয়টা শেয়ার করবে? তার বিবাহের তালাক হওয়ার ঘটনাটি গোপন রাখলে তাদের কোনো হক নষ্ট হবে? না মেয়ে হক নষ্ট হবে? মেয়ের পরিবারের কাছে এ বিষয়টা জানানো জরুরী?

দলীল সহ উওর দিবেন যাঝাকাল্লাহ খইরা শায়েখকে।
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৩ অক্টোবর, ২০২১
ভালুকা
#৮০৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালা মু আলাইকুম।
আমি সম্প্রতি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। এখনো বেকার কোন চাকরি হয় নি......।

( আলহামদুলিল্লাহ আমার পরিবার স্বচ্ছল) আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছে,তাঁরা নিজ খরচে আমাকে বিয়ে করানোর। আমার মা বললেন,
বিয়ে করলে আল্লাহ তালা বরকত দেন এবং রিযিকের সুব্যবস্হা করে দেন......তাই আমার বিয়ে করা উচিত।


কিন্তু আমি এমন অনেককেই দেখেছি বিয়ে করার পর বরকত পান নি। অনেকেই দুঃখ,দুর্দশাগ্রস্হ হয়েছেন,কেউবা চাকরিও হারিয়েছেন, কেউবা এখনো বেকার চাকরির কোন ব্যবস্হাও হয় নি,বরং বিয়ে করে ঝামেলায় পড়েছেন।

এর কারণ কি.....?????
এমুহুর্তে আমার কি করা উচিত...????
দয়া করে জানাবেন..........
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
১৭ আগস্ট, ২০২১
টঙ্গী ১৭০৪