আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৯১৫৯. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম প্রশ্ন আমার এক বন্ধু বিয়ে করেছে। বন্ধু টা অনেক দীনী। কিন্তু তার সাথে তার স্ত্রীর সাথে, আল্লাহর দীন নিয়ে অনেক ঝামেলা হওয়ার কারণে বিচ্ছেদ বা তালাক হয়ে গেছে। এখন আমার কথা হলো সে যদি অন্য একটা দীনী মেয়ে বিবাহ করতে চায়, তাহলে কি তার যে আগে বিবাহ হয়ে গিয়ে তালাক হয়ে গেছে । এ কথাটি কি ঔ দীনী মেয়ের পরিবারকে জানানো উচিত ? এখন যার মাধ্যমে আমার বন্ধু ঔ দীনী মেয়েটার বিবাহের জন্য খবর পেয়েছে? সে চাইতেছে যে এই বিয়েটা সে করিয়ে দিতে পারবে না। কারণ সে মনে করতেছে যে এ তালাক হওয়ার খবরটা মেয়ের পরিবার কাছে গোপন রাখলে নাকি তাদের হক নষ্ট করা হবে ? এখন আমার কথা হচ্ছে আমার বন্ধু যদি ঔ দীনী মেয়েকে বিবাহ করতে চায়, তাহলে তার আগের বিবাহ তালাক হয়ে গেছে, এ খবর টা গোপন রাখতে পারবে? না তাদের সাথে এ বিষয়টা শেয়ার করবে? তার বিবাহের তালাক হওয়ার ঘটনাটি গোপন রাখলে তাদের কোনো হক নষ্ট হবে? না মেয়ে হক নষ্ট হবে? মেয়ের পরিবারের কাছে এ বিষয়টা জানানো জরুরী? দলীল সহ উওর দিবেন যাঝাকাল্লাহ খইরা শায়েখকে।

৩ অক্টোবর, ২০২১
ভালুকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






এই বিষয়টা দলিল দিয়ে বোঝানোর কিছু নেই। খুব সহজেই যেকোন ব্যক্তি উপলব্ধি করতে পারবে। এই সমাজে বিবাহের ক্ষেত্রে একজন বিবাহিত পুরুষ, আর অবিবাহিত ছেলে দুজনকে যেভাবে বিবেচনায় নেয়া হয়, পার্থক্য কার বুঝে আসবে না?

যেহেতু এই সমাজে বিবাহের সময় পূর্বে বিবাহ হয়েছে এমন কোন বিষয় হিস্ট্রি থাকলে তাকে স্বাভাবিক ভাবে নেয়া হয় না। বিধায় আপনার ঐ বন্ধুর বিবাহের সময় তার পূর্বের বিবাহ সম্পর্কে মেয়েকে অবশ্যই বলতে হবে। নতুবা পরবর্তীতে এই বিষয় নিয়ে কঠিন ঝামেলার সৃষ্টি হতে পারে এবং আপনারা যারা মধ্যস্থতা করছেন, আপনারাও কঠিন ভাবে ফেঁসে যেতে পারেন।
তাই ছেলের সব অবস্থা জেনে যারা বিবাহের সম্মতি জ্ঞাপন করবে, সেখানে আপনারা চেষ্টা করতে থাকুন। তার এই বিষয়টিকে গোপন রেখে মেয়ের হক নষ্ট করতে যাবেন না।

এই বিষয়টি অনুধাবনের জন্য একটি উদাহরণ দিব :
মনে করুন আপনার বোন অথবা মেয়েকে বিবাহ দিলেন। বিবাহের মজলিসে কিংবা পরের দিন আপনারা জানতে পারলেন এই ছেলে বিবাহিত। আপনারা এই বিষয়টিকে কিভাবে নিবেন? আপনার বোন অথবা আপনার মেয়ে এই বিষয়টিকে কিভাবে নেবে? আমার তো মনে হয় এই সমাজের বহু মেয়ে এরকম আছে, যারা তাদের জন্য এই ঘটনাকে অত্যন্ত অপমানজনক মনে করে আত্মহত্যার দিকে পা বাড়াতে পারে।

অতএব আপনার ঐ বন্ধুর বিষয়টিকে গোপন করে ভুল পথে হাঁটতে যাবেন না।

- حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ الْمُنْذِرِ الْحِزَامِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ طَلْحَةَ التَّيْمِيُّ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ سَالِمِ بْنِ عُتْبَةَ بْنِ عُوَيْمِ بْنِ سَاعِدَةَ الْأَنْصَارِيُّ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ قَالَ قَالَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم عَلَيْكُمْ بِالْأَبْكَارِ فَإِنَّهُنَّ أَعْذَبُ أَفْوَاهًا وَأَنْتَقُ أَرْحَامًا وَأَرْضَى بِالْيَسِيرِ

উতবাহ বিন উওয়ায়ম আল-আনসারী রাযিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত:
তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ "তোমাদের কুমারী মেয়ে বিবাহ করা উচিত। কেননা তারা মিষ্টমুখী, নির্মল জরায়ুধারী এবং অল্পতেই তুষ্ট হয়। "
—সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ১৮৬১

এই হাদিসটি যদিও কনের ব্যাপারে সরাসরি বলা হয়েছে। কিন্তু বিবেচনার ক্ষেত্রে বর কনে সর্বক্ষেত্রেই কিন্তু বিবাহিত-অবিবাহিত এর ভিন্নতা আছে।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন