আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮০৮০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কখন স্বামী ২ বিয়ে করতে পারেন। একাধিক বিয়ের শর্ত কি কি?

১৭ আগস্ট, ২০২১
V৭HR+CC৩

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


السلام عليكم ورحمة الله وبركاته



ইসলামী শরিয়তে পুরুষের জন্য একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণের সুযোগ রাখা হয়েছে। কিন্তু এটি কিছুতেই শর্তহীন নয়। বরং ভরণপোষণ, আবাসন ও শয্যাযাপনের ক্ষেত্রে শতভাগ সমতাবিধান নিশ্চিত করা না গেলে একসঙ্গে একাধিক স্ত্রী গ্রহণ বৈধ নয়।

একজন পুরুষ যখন নিজের ব্যাপারে পরিপূর্ণ আস্থাশীল হবে যে, একাধিক বিবাহ করলে সকল স্ত্রীদের মাঝে ন্যায় ইনসাফ বজায় রাখতে পারবে। কোন একজনের প্রতি অতিরিক্ত ঝুঁকে পড়বে না। সকল স্ত্রীদের শারীরিক ও আর্থিক প্রয়োজন পূরণে সক্ষম। এই সব শর্তে শরীয়তের পক্ষ থেকে একাধিক বিবাহ করার অনুমতি রয়েছে।
আর যদি আশঙ্কা বোধ করে একাধিক স্ত্রীদের মাঝে ইনসাফ রাখতে পারবে না, সে ক্ষেত্রে একটি স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকবে।

وَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تُقۡسِطُوۡا فِی الۡیَتٰمٰی فَانۡکِحُوۡا مَا طَابَ لَکُمۡ مِّنَ النِّسَآءِ مَثۡنٰی وَثُلٰثَ وَرُبٰعَ ۚ  فَاِنۡ خِفۡتُمۡ اَلَّا تَعۡدِلُوۡا فَوَاحِدَۃً اَوۡ مَا مَلَکَتۡ اَیۡمَانُکُمۡ ؕ  ذٰلِکَ اَدۡنٰۤی اَلَّا تَعُوۡلُوۡا ؕ

তোমরা যদি আশংকা কর, ইয়াতীম মেয়েদের প্রতি সুবিচার করতে পারবে না, তবে বিবাহ করবে নারীদের মধ্যে যাকে তোমাদের ভাল লাগে, দুই, তিন বা চার; আর যদি আশংকা কর যে, সুবিচার করতে পারবে না তবে একজনকে বা তোমাদের অধিকারভুক্ত দাসীকে। এতে পক্ষপাতিত্ব না করার সম্ভাবনা অধিকতর।
—আন নিসা - ৩

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন