আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮০৮৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালা মু আলাইকুম।আমি সম্প্রতি গ্র্যাজুয়েশন সম্পন্ন করেছি। এখনো বেকার কোন চাকরি হয় নি......।।( আলহামদুলিল্লাহ আমার পরিবার স্বচ্ছল) আমার পরিবার সিদ্ধান্ত নিয়েছে,তাঁরা নিজ খরচে আমাকে বিয়ে করানোর। আমার মা বললেন,বিয়ে করলে আল্লাহ তালা বরকত দেন এবং রিযিকের সুব্যবস্হা করে দেন......তাই আমার বিয়ে করা উচিত।।।কিন্তু আমি এমন অনেককেই দেখেছি বিয়ে করার পর বরকত পান নি। অনেকেই দুঃখ,দুর্দশাগ্রস্হ হয়েছেন,কেউবা চাকরিও হারিয়েছেন, কেউবা এখনো বেকার চাকরির কোন ব্যবস্হাও হয় নি,বরং বিয়ে করে ঝামেলায় পড়েছেন।।এর কারণ কি.....?????এমুহুর্তে আমার কি করা উচিত...????দয়া করে জানাবেন..........

১৭ আগস্ট, ২০২১
টঙ্গী ১৭০৪

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






বিয়ে করার জন্য শারীরিক-মানসিক প্রস্তুতি থাকলে মায়ের ইচ্ছা অনুযায়ী এখনই বিবাহ করে নিন।

আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে বিবাহ করলে আল্লাহ তাআলা পূর্বের অভাব অনটন দূর করে দেবেন। এই ব্যাপারে কোন সন্দেহ নেই। কুরআনুল কারীমে আল্লাহর ওয়াদা রয়েছে:

وَاَنۡکِحُوا الۡاَیَامٰی مِنۡکُمۡ وَالصّٰلِحِیۡنَ مِنۡ عِبَادِکُمۡ وَاِمَآئِکُمۡ ؕ اِنۡ یَّکُوۡنُوۡا فُقَرَآءَ یُغۡنِہِمُ اللّٰہُ مِنۡ فَضۡلِہٖ ؕ وَاللّٰہُ وَاسِعٌ عَلِیۡمٌ

তোমাদের মধ্যে যারা ‘আয়্যিম’ তাদের বিবাহ সম্পাদন কর এবং তোমাদের দাস ও দাসীদের মধ্যে যারা সৎ তাদেরও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ্ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দিবেন; আল্লাহ্ তো প্রাচুর্যময়, সর্বজ্ঞ।
—আন নূর - ৩২

আপনার চোখে দেখা যদি এমন কেউ হয়ে থাকে, যারা বিবাহের পরে অভাবে পড়েছে। সেখানে ভিন্ন কোনো কারণ অবশ্যই রয়েছে। কেননা আল্লাহর ওয়াদা কখনো ব্যতিক্রম হতেই পারে না।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন