আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১৪৪৬২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর , কেমন আছেন ? আমি জানতে চাচ্ছিলাম , , ,, আমাদের বাসার দারোয়ান অনেক সময় অনেক কিছু কিনে নিয়ে আসে ,সাথে সাথে অথবা পরে তাকে যদি সেই পরিমাণ অর্থ দিয়ে দেয়া হয় ,, সেক্ষেত্রে কি ওই বস্তুটি ব্যবহার করা আমার জন্য জায়েজ হবে ? ( দারোয়ান এর উপার্জন যদি হারাম হয়ে থাকে ) .। ।। আমি কি হারাম উপার্জন করে এমন কারো কাছ থেকে কোনো কিছু কিনতে পারব বা ওই বস্তুর সমপরিমাণ অর্থ দিয়ে কি তার থেকে আমি ঐ বস্তু টি নিতে পারবো , ,। ( এভাবে প্রশ্ন করলাম যেন এর দ্বারা সন্দেহ মুক্ত হতে পারি, একাধিক প্রশ্ন হয়ে গেলে দুঃখিত ,দয়া করে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।)
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
৩ মার্চ, ২০২২
ঢাকা
#১৪৩৬২
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি একজন প্রবাসী আমি যেখানে কাজ করি সেই জায়গায় অনেক সময়ে মিথ্যা কথা বলতে বাধ্যতামুলক ভাবে আরো অনেক রকম কাজের সমস্যা জামাতে নামাজ পড়ার টাইম পাওয়া যায়না একাই পড়তে হয় কিন্তু আমার মন ভরেনা এই নামাজে এখন কাজটা ছেড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু এই জন্য আমার সাথে অনেকেই রাগে কাজ ছাড়ার জন্য এখন দেখলাম প্রবাসে কাজ করলে নামাজ জামাতের সহিত পড়া সম্ভব হবে নাহ সব সময় এর জন্যে দেশে চলে যাওয়ার উদ্দেশ্য করেছি এখন যদি এই কারণে আমার বাবা অথবা পরিবারের কেউ আমার সাথে রাগ করে তাহলে আমার গুনাহ হবে?
কারন আমার যাওয়ার কারনটা হচ্ছে যাতে ঠিক মতো নামাজ কালাম করতে এইখানে থাকলে তা কোন দিনই হবে নাহ। আর আগে এইখান থেকে কাজ করে বেতন নিয়েছি সেইটা হালাল হবে?
কস্ট করে প্রশ্ন গুলোর উত্তর দিলে অনেক উপকার হতো
question and answer iconউত্তর দিয়েছেন: মোহাম্মদ আমীর হোসাইন, মুফতি ও মুহাদ্দীস,
১ মার্চ, ২০২২
Kalnirchor West (Shommanpur)
#১৪০৮৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম,
আমি একবার এক বছরের রমজান মাসে টিভির একটি অনুষ্ঠানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। প্রতিযোগিতাটি একটি রান্না বিষয়ক অনুষ্ঠানকে কেন্দ্র করে হয়েছিল। এই অনুষ্ঠানে পুরো রমজান মাসে প্রতিদিন বিভিন্ন ধরনের রান্না করে দেখানো হতো এবং প্রতিদিন একটি করে প্রশ্ন করা হতো,প্রশ্নটি সাধারণত সেদিন যে রান্না দেখানো হতো তাকে কেন্দ্র করে করা হতো যেমন: কোন উপকরণটি কি পরিমানে দেয়া হয়েছে, কি কি দেওয়া হয়েছে বা কয়টি দেওয়া হয়েছে ইত্যাদি। রমজান মাসের প্রতিদিন অনুষ্ঠানের শেষের দিকে এরূপ ধরনের একটি করে প্রশ্ন দেয়া হতো যার সঠিক উত্তরদাতা কে পুরস্কার দেয়া হতো। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য শুধু প্রশ্নের সঠিক উত্তরটি মেসেজের মাধ্যমে তাদের নাম্বারে পাঠাতে হতো এবং যে ব্যক্তি প্রথমে সঠিক উত্তর দিতে পারত বা সঠিক উত্তর দিতে পারতো তাকে পুরস্কৃত করা হতো। আমিও একদিন এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করি এবং আমিও সঠিক উত্তর দাতা হিসেবে পুরস্কার হিসেবে মোবাইল পাই। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই অনুষ্ঠানে বা প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার জন্য জায়েজ হয়েছে কিনা এবং উপহার হিসেবে বা পুরস্কার হিসেবে মোবাইল ফোনটি গ্রহণ করা হালাল হয়েছে কিনা? আর যদি হালাল না হয়ে থাকে বা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করা আমার জন্য জায়েজ না হয়ে থাকে তাহলে আমার এখন করনীয় কি?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২৩ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা