আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ১৩৯৭৭. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কাবিন বা রেজিস্ট্রেশন করে রাখলে, বিয়ে না পড়িয়ে ছেলে-মেয়ে সরাসরি বা পর্দার অন্তরালে কথা বলতে পারবে কি?

১৬ ফেব্রুয়ারী, ২০২২
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم





প্রাপ্ত বয়স্ক চেলে-মেয়ে বিবাহ বহির্ভূত দেখা সাক্ষাৎ করা বা বিনা প্রয়োজনে পর্দার অন্তরালেও কথা বলতে পারবে না। এটা সম্পূর্ণ হারাম ।
আর বিবাহ সংঘটিত হওয়ার জন্য বর-কনে বা তাদের প্রতিনিধির ইজাব-কবুল তথা ‘বিবাহ দিলাম’ ও ‘কবুল করলাম’—এই জাতীয় সুস্পষ্ট মৌখিক ঘোষণা সাক্ষীদের সামনে একই মজলিসে হওয়া আবশ্যক। শুধু কাবিননামার ঘর পূরণ করে দস্তখত নেওয়া বা তা পাঠ করে শোনানোর দ্বারা বিবাহ সম্পন্ন হবে না। সূত্র : রদ্দুল মুহতার : ৩/১২, বাহরুর রায়েক : ৩/৮৯

والله اعلم بالصواب

মুসলিম বাংলা ফাতওয়া বিভাগ

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন