আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

অমুসলিমদের লোগো ব্যবহার করা

প্রশ্নঃ ১৪৩৫২. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, আমি একজন কলেজের ছাত্র। আমি নটর ডেম কলেজে পড়ি। আমাদের কলেজের শার্টের পকেটের মনোগ্রামে এবং কলেজ ব্যাগ এর মনোগ্রামে খ্রিস্টানদের ক্রস চিহ্ন দেওয়া। এখন আমার প্রশ্ন হচ্ছে যে, এই শার্ট এবং ব্যাগ ব্যবহার করলে গুনাহ হবে কিনা?(উল্লেখ্য যে আমাদের কলেজে কলেজ থেকে প্রদত্ত ব্যাগ ব্যবহার করতে হয় এবং কলেজ থেকে প্রদত্ত কাপড় দিয়ে কলেজ ড্রেস তৈরি করতে হয়)। আর এই শার্ট পরিধানকৃত অবস্থায় নামাজ পড়লে কোন সমস্যা হবে কিনা?

৯ আগস্ট, ২০২৩
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


যদি সত্যিই নটরডেম কলেজের ইউনিফর্মের পকেটে ক্রুশ চিহ্ন অংকিত হয়ে থাকে, (গুগলে সার্চ করে আমরাও তার সত্যতা পেয়েছি) তাহলে কোন মুসলমানের জন্য উক্ত ইউনিফর্ম পরিধান করা জায়েজ নয়। কোন মুসলমানের জন্য বিধর্মীদের ধর্মীয় প্রতীক বা ধর্মীয় ইউনিফর্ম ব্যবহার সম্পূর্ণ হারাম। সেই হিসেবে খৃষ্টানদের ধর্মীয় প্রতীক যেহেতু ক্রুশ তাই। তাই ক্রুশ চিহ্নিত কোন পোশাক পরিধান করা মুসলমান সন্তানের জায়েজ হবে না।

আল্লাহ তাআলা আমাদের খাঁটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন।

বিধর্মীদের ধর্মীয় প্রতীক ব্যাবহারের প্রতি হাদীসের মাঝে কঠোর হুশিয়ারী উচ্চারিত হয়েছে। যেমন-

عَنِ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

হযরত আব্দুল্লাহ বিন ওমর রা. থেকে বর্ণিত। রাসূল সা. ইরশাদ করেছেন-যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে সে তাদেরই অন্তর্ভুক্ত হবে (আবু দাউদ শরীফ, হাদিস নং-৪০৩৩, মুসনাদুল বাজ্জার, হাদিস নং-২৯৬৬, মুসনাদে আব্দুর রাজ্জাক, হাদিস নং-২০৯০৮৬)

সম্মানিত প্রশ্নকারী!
আপনি যেহেতু একটি মুসলিম অধ্যুষিত দেশের বাসিন্দা, আপনার জন্য কি খৃষ্টান মিশনারী পরিচালিত শিক্ষাঙ্গনের বিকল্প নেই!?
আল্লাহ তায়ালা আমাদের ইমান আমল হেফাজত করুন।

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি বাইতুল কুরআন মাদারাসা , মোহাম্মাদপুর
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন