আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#১১৪৭০
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
আমি মাসায়েল অংশে প্রশ্ন করেছিলাম ওয়াজ মাহফিলের বিকট আওয়াজ নিয়ে। আমাকে উত্তর দেয়া হয়েছে গান-বাদ্য ইত্যাদির আওয়াজের সাথে তুলনা করে। আমার প্রশ্ন হল গান-বাদ্য তো হারাম। ইসলামের নামে এগুলো তো কেউ করে না, করলেও ইসলাম সেটা সমর্থন করে না। কিন্তু ওয়াজ মাহফিলের বিকট আওয়াজ, সেটা তো ইসলামের নামে করা হয়। তাহলে ইসলাম কীভাবে এটা সমর্থন করে ? ইসলাম সমর্থন না করলে আলেম সমাজ কিভাবে সেখানে বয়ান করেন ? ইসলাম তো অনুকরণীয় আদর্শ। চাইলে ইনডোর সাউন্ড সিস্টেম করা যায়। না করা গেলে বন্ধ থাকবে। কিন্তু মানুষকে ঘন্টার পর ঘন্টা এভাবে কষ্ট দেওয়া কীভাবে শরীয়তে জায়েজ হতে পারে ?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
১৯ ডিসেম্বর, ২০২১
মৌলভীবাজার
#৯৯২৭
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমার প্রশ্ন হল আমার বাবা যদি আমার সাথে বেপরোয়া আচরণ করে তাহলে আমার কি করনীয় উচিত, যেমন আমি বিদেশে আছি চার বছর ধরে এসেছি একেবারে অল্প বয়সে, এ সময় আমি অনেক টাকা দিয়েছি, এখন আমার একটাও সম্বল হয়নি, আমি আমার বাবার কাছে চাইলে তিনি একটা টাকাও আমাকে ফেরত দিতে পারবে না, এবং মানুষের কাছে শুধু বলে আমি তাকে কিছুই দেইনি, এখন আমি কি করতে পারি, আমি তাদেরকে অনেক ভালোবাসি, আমি চাই তারা যে কোনো মূল্যে সুখে থাকুক, সেঁজুতি শুধু আমার সাথে এমন আচরণ করতো তাহলে আমার কোন দুঃখ ছিল না, সে আমার বোনদের, কেও মানুষের কাছে ছোট করে, তাদের বদনাম বলে বেরায় এখন আমি কি করতে পারি
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২ নভেম্বর, ২০২১
Negeri Sembilan
#৯৫৯৩
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ,
হুজুর আশা করি ভালো আছেন? হুজুর আমি অতীতে এক সময় এক ফার্ণিচার ব‍্যবসায়ীর কাছ থেকে কয়েকটি কাঠ নিয়েছিলাম কিন্তু মূল‍্য পরিশোধ করিনি। এরকম আরো কিছু ঘটনা আছে যা বান্দার হকের সাথে সম্পর্কিত। তখন আমি অন‍্যের হক সম্পর্কে সচেতন ছিলাম না। এখন আমি মূল্য পরিশোধের মাধ্যমে তাদের হক আদায় করতে চাই। কিন্তু এখন ঐ ব‍্যাক্তিরা বা তাদের ওয়ারিশরা কেউই এখন আমার আশেপাশে নেই এবং তাদের সাথে যোগাযোগেরও উপায় নেই। এখন আমি তাদের নামে ঐ টাকা গুলো আল্লাহর রাস্তায় দান করে দিতে চাই। এখন আমার প্রশ্ন হচ্ছে আমি কি টাকা গুলো মসজিদের নির্মাণ কাজের জন‍্য দান করতে পারব?
question and answer iconউত্তর দিয়েছেন: মুফতি সাইদুজ্জামান কাসেমি
২২ অক্টোবর, ২০২১
ঢাকা