আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

প্রশ্নঃ ৮৭১০. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, assalamualaikum। হুজুর অতীতে আমি কিছু মানুষের কাপড় বাহির থেকে নিয়ে ফেলে দিয়েছি অন্নজায়গায়। তখন আমার বুঝ মুটামুটি ভালই ছিল যেমন ১৬,১৭ বছর। কিন্তু এর জবাবদিহিতা আমাকে সারাক্ষণই ভাবায়। আল্লাহ এর জন্য আমাকে জাহান্নামের আগুনে জ্বালাবেন।এখন সমস্যা হল আমি ওদের কাছে গিয়ে স্বীকার ও করতে পারবনা।আর চাইলেও করা যাবেনা। অনেক বড় একটা সমস্যায় আছি হুজুর। মানে কিছুতেই ওদের সমানে গিয়ে নিজের অপরাধের কথা বলতে পারতেছিনা। কিভাবে এইটা থেকে বাঁচবো?

১১ সেপ্টেম্বর, ২০২১
ঢাকা

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم






বুঝে-শুনে যেসব মানুষের সম্পদের ক্ষতি করেছেন, তাদের মনে কষ্ট দিয়েছেন, তাদের ক্ষতিপূরণ দিতেই হবে। তাদের কাছ থেকে ক্ষমা চাইতে হবে। কোনভাবেই সম্ভব না হলে ভিন্ন কোন উপায়ে হাদিয়া-গিফট, উপঢৌকন এভাবে বিভিন্ন শিরোনামে তাদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করুন।
এভাবে সম্ভব না হলে তাদের পক্ষ থেকে সমপরিমাণ অর্থ সদাকাহ করে দিবেন। এভাবে নিয়ত করবেন, আল্লাহ! আমি এই সম্পদ অমুকের পক্ষ থেকে সাদাকাহ করছি। তুমি এর সওয়াব অমুক ব্যক্তিকে দিয়ে দিও।

والله اعلم بالصواب

ইসহাক মাহমুদ মুফতী ও মুহাদ্দিস, জামিআ মুহাম্মাদিয়া আরাবিয়া, মোহাম্মদপুর

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন