আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

আবে হায়াত: আসল তত্ব কী?

প্রশ্নঃ ৫৩০০৪. আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হযরত আমার জানার বিষয় হলো।আবে হায়াত কী?লোক মুখে এ সম্পর্কে অনেক কাহিনী শুনে থাকি।যেমন আবে হায়াতের পান পান করলে নাকি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। হযরত খিজির আর:নাকি এই পানি পান করেছেন তাই তিনি কেয়ামত পর্যন্ত বেঁচে থাকবেন। এগুলো কি সত্য? কুরআন ও হাদীসের দলীল দিয়ে বুঝিয়ে দেওয়ার অনুরোধ করছি।

২৬ জানুয়ারী, ২০২৪
মতলব

উত্তর

و علَيْــــــــــــــــــــكُم السلام ورحمة الله وبركاته

بسم الله الرحمن الرحيم


"মাউল হায়াত" অথবা "আবে হায়াত" বলে দুনিয়াতে যেই কথাগুলো প্রচলিত আছে এর কোন অস্তিত্ব দুনিয়াতে নেই। এমন আবেহায়াত সম্পর্কে মানুষের ধারণা ও আকীদা ইসলামের সাথে সম্পুর্ন সাংঘর্ষিক। কুরআনুল কারীম দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা দিচ্ছে-

وَمَا جَعَلۡنَا لِبَشَرٍ مِّنۡ قَبۡلِکَ الۡخُلۡدَ ؕ اَفَا۠ئِنۡ مِّتَّ فَہُمُ الۡخٰلِدُوۡنَ

( হে নবী! ) আমি তােমার আগেও কোন মানুষের জন্য চিরদিন বেঁচে থাকার ফায়সালা করিনি। সুতরাং তােমার মৃত্যু হলে তারা কি চিরজীবী হয়ে থাকবে ?
—আল আম্বিয়া - ৩৪

کُلُّ نَفۡسٍ ذَآئِقَۃُ الۡمَوۡتِ ؕ وَنَبۡلُوۡکُمۡ بِالشَّرِّ وَالۡخَیۡرِ فِتۡنَۃً ؕ وَاِلَیۡنَا تُرۡجَعُوۡنَ

জীবমাত্রকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি পরীক্ষা করার জন্য তােমাদেরকে মন্দ ও ভালােতে লিপ্ত করি, এবং তােমাদের সকলকে আমারই কাছে ফিরিয়ে আনা হবে।
—আল আম্বিয়া - ৩৫

والله اعلم بالصواب

মুফতি সাইদুজ্জামান কাসেমি উস্তাজুল ইফতা, জামিয়া ইমাম বুখারী, উত্তরা, ঢাকা।
প্রসঙ্গসমূহ:

মন্তব্য (0)

কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

মন্তব্য করতে লগইন করুন