আপনার জিজ্ঞাসা/প্রশ্ন-উত্তর

সকল মাসায়েল একত্রে দেখুন

#২৩১৩৪
আসসালামুআলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ,
হযরত!আমি ইমাম সাহেবের পিছনে এশার নামায আদায় করি।প্রথম রাকাতে তিনি দুই সিজদাহ দিয়ে বসে পড়েন!তিনি এতোটুকু পরিমান বসে ছিলেন যে,আমরা মুসল্লীগন প্রায় অর্ধেক উঠে গিয়ে লোকমা দেই!ইমাম সাহেব লোকমা গ্রহণ করেন!তারপর অবশিষ্ট বাকি রাকাত পড়ান।কিন্তু!শেষ রাকাতে সাহু সিজদাহ দিলেন না! তাকে কেউ কিছুই বলেনি!কারন,এই ঘটনা নতুন নয়!যারাই সাহু সিজদার কথা বলেছে, তাকেই উত্তরে বলেছেন,আমি তিন তাসবিহ পরিমান দেরি করিনি!যার কারনে সাহু সিজদাহ ওয়াজিব হয়নি বা দেয়া লাগবে না!
*কিন্তু আমি যে এশার নামায আদায় করলাম!এই ক্ষেত্রে কি আমাদের নামায শুদ্ধ হয়েছে কিনা?? এই ক্ষেত্রে কি সাহু সিজদাহ ওয়াজিব হয়েছে??আর ওয়াজিব হলে সিজদাহ না দেয়ায় কি আমাদের নামায হবে??
*তিনি যে দাবি করেন তিন তাসবিহ পরিমান সময় তিনি দেরি করেন নি।যার কারনে সাহু সিজদাহ দেয়ার প্রয়োজন নেই!কিন্তু তিনি লোকমা গ্রহণ করেন!তাঁর এই ধারনাটির কি বাস্তবিক কোনো দলিল আছে???
✉হযরতের নিকট দলিলভিত্তিক উত্তরের অপেক্ষায় রইলাম।جزاكم الله و احسن الجزاء💘💘
question and answer iconউত্তর দিয়েছেন: ইসহাক মাহমুদ
৩ অক্টোবর, ২০২২
ঢাকা